
এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে করমর্দন বিতর্ক নতুন করে ফের আলোচনায় এসেছে।
১৪ সেপ্টেম্বর দুবাইয়ে গ্রুপ পর্বে মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী। সেদিন টসের সময় পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগার সঙ্গে হাত মেলাননি ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। এ ঘটনায় শুরু হয় ব্যাপক বিতর্ক।
সুপার ফোরে আবারও টসে একই ঘটনা ঘটল। রবিবার টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন সূর্যকুমার যাদব। তবে এবারও পাকিস্তান অধিনায়কের সঙ্গে করমর্দন এড়িয়ে যান তিনি। টসের সময় হাত মেলান শুধু সূর্যকুমার ও ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট। অন্যদিকে পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগা হাত মেলাননি এমনকি ম্যাচ রেফারির সঙ্গেও।
প্রথম ম্যাচের পর পাকিস্তান দাবি করেছিল, রেফারি পাইক্রফটের নির্দেশেই সালমান করমর্দন করেননি। এজন্য তাঁকে দায়িত্ব থেকে সরানোর দাবিও তোলে পাকিস্তান ক্রিকেট বোর্ড। কিন্তু সুপার ফোরের ভারত-পাকিস্তান ম্যাচেও একই রেফারিকে দায়িত্ব দেওয়া হয়েছে।
করমর্দনের মতো একটি প্রচলিত নিয়ম এভাবে দুই ম্যাচে উপেক্ষিত হওয়ায় আবারও উত্তপ্ত আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে।





































