বুধবার । ডিসেম্বর ১৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক খেলা ২২ সেপ্টেম্বর ২০২৫, ১:০১ পূর্বাহ্ন
শেয়ার

এশিয়া কাপে পাকিস্তানকে আবারও হারালো ভারত


India cricket

এশিয়া কাপের সুপার ফোর পর্বে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়েছে ভারত। অভিষেক শর্মার বিধ্বংসী ব্যাটিং আর শুভমন গিলের আক্রমণাত্মক ইনিংসে ভর করে সহজ জয় তুলে নেয় সূর্যকুমারের দল। এই জয়ে ফাইনালে উঠার পথে একধাপ এগিয়ে গেল তারা।

প্রথমে ব্যাট করে পাকিস্তান নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে তোলে ১৭১ রান। শাহিবজাদা ফারহান ৫৮ রানের ইনিংস খেললেও তার উইকেট হারানোর পর রানের গতি কমে যায়। শেষ দিকে সালমান আগা (১৩ বলে ১৭) ও ফাহিম আশরাফের (৮ বলে ২০) ক্যামিওতে লড়াই করার মতো পুঁজি পায় পাকিস্তান। ভারতের হয়ে শিবম দুবে ৩৩ রানে নেন ২ উইকেট, হার্দিক পান্ডিয়া ও কুলদীপ যাদব নেন ১টি করে উইকেট।

১৭২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারত ঝড়ো ব্যাটিং শুরু করে। ওপেনার অভিষেক শর্মা মাত্র ৩৯ বলে করেন ৭৪ রান, আর শুভমন গিল ২৮ বলে যোগ করেন ৪৭। দুজনের জুটিতে দলীয় রান দ্রুত একশ পেরিয়ে যায়। যদিও মাঝপথে সূর্যকুমার যাদব (০) ও স্যামসন (১৩) আউট হন, তবে তিলক বর্মা (১৯ বলে অপরাজিত ৩০) শেষ পর্যন্ত জয় নিশ্চিত করেন।

এই ম্যাচে জয়ের ফলে এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ভারতের টানা ষষ্ঠ জয় হলো। বৈশ্বিক টুর্নামেন্টে এক দশকেরও বেশি সময় ধরে পাকিস্তানের বিপক্ষে অপরাজিত থাকার রেকর্ড আরও দীর্ঘায়িত করল ভারত।

বিশ্লেষকদের মতে, ভারতের আক্রমণাত্মক ব্যাটিং ও শুরুতে উইকেট পাওয়ার কৌশলই ম্যাচের পার্থক্য গড়ে দেয়। এখন ফাইনালে উঠতে পাকিস্তানের সামনে কঠিন সমীকরণ তৈরি হয়েছে, অন্যদিকে ভারত অনেকটাই এগিয়ে গেল শিরোপা লড়াইয়ের পথে।