বুধবার । ডিসেম্বর ১৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক খেলা ২২ সেপ্টেম্বর ২০২৫, ৬:২০ অপরাহ্ন
শেয়ার

বিসিবি নির্বাচনে বাধা নেই, বুলবুলের চিঠি স্থগিত করল হাইকোর্ট


Aminul Islam Bulbul

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে কোনো ধরনের আইনি জটিলতা থাকছে না। অ্যাডহক কমিটি থেকে কাউন্সিলর মনোনয়ন নিয়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের পাঠানো চিঠির কার্যকারিতা ১৫ দিনের জন্য স্থগিত করেছে হাইকোর্ট।

সোমবার (২২ সেপ্টেম্বর) হাইকোর্টের বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ রিট আবেদনের শুনানি শেষে এই আদেশ দেন।

আদালতে রিটকারীদের পক্ষে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী রুহুল কুদ্দুস কাজল। রাষ্ট্রপক্ষের হয়ে ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ শুনানিতে অংশ নেন।

রিট আবেদন করেন রাজবাড়ির মঞ্জুরুল আলম, গোপালগঞ্জের জসিম উদ্দিন খসরু, লক্ষ্মীপুরের মঈনুদ্দিন চৌধুরী ও টাঙ্গাইলের আলী ইমাম।

রুহুল কুদ্দুস কাজল সাংবাদিকদের জানান, বিসিবি সভাপতির স্বাক্ষরিত ১৮ সেপ্টেম্বরের ওই চিঠির বৈধতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। আদালত এ বিষয়ে রুল জারি করেছেন এবং ১০ দিনের মধ্যে জবাব দিতে নির্দেশ দিয়েছেন। তবে রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চিঠির কার্যকারিতা স্থগিত থাকবে।

তিনি আরও বলেন, এ কারণে নির্বাচনে কোনো প্রভাব পড়বে না। আগের তালিকাভুক্ত কাউন্সিলররাই ভোটাধিকার প্রয়োগ করবেন। কারণ ১৭ সেপ্টেম্বরের মধ্যেই তাদের নাম অফিসিয়ালি কাউন্সিলর তালিকায় অন্তর্ভুক্ত হয়েছিল।

উল্লেখ্য, আগামী ৬ অক্টোবর বিসিবি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।