বুধবার । ডিসেম্বর ১৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক খেলা ২৫ সেপ্টেম্বর ২০২৫, ৯:৪০ অপরাহ্ন
শেয়ার

৫১ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পাকিস্তান


Pakistan C

বাংলাদেশের বিপক্ষে সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমেই বড় ধাক্কা খেল পাকিস্তান। ১১.৪ ওভারের মধ্যে মাত্র ৫৪ রানে অর্ধেক উইকেট হারিয়ে বসেছে তারা।

ইনিংসের শুরুটা ছিল একেবারেই দুঃস্বপ্নের। প্রথম ওভারেই গতিময় পেসার তাসকিন আহমেদ আঘাত হানেন পাকিস্তান শিবিরে। তার ওভারের চতুর্থ বলে ক্যাচ তুলে দেন ওপেনার শাহিবজাদা ফারহান। চার বলে মাত্র ৪ রানেই থামে তার ইনিংস।

দ্বিতীয় ওভারেই যোগ হয় আরেকটি ধাক্কা। স্পিনার শেখ মেহেদি হাসানের ঘূর্ণিতে পরাস্ত হয়ে সাজঘরে ফেরেন সাইম আইয়ুব। তখন পাকিস্তানের দলীয় রান মাত্র ৫।

প্রথম দুই ওভারেই দুই উইকেট হারানোর চাপ কাটিয়ে উঠতে পারেনি পাকিস্তান। পাওয়ার প্লেতে ৬ ওভারে তাদের সংগ্রহ দাঁড়ায় মাত্র ২৭ রান।

অভিজ্ঞ ব্যাটার ফখর জামানের কাছ থেকেও ভরসা পায়নি দল। লেগস্পিনার রিশাদ হোসেনের চতুর ডেলিভারিতে বিভ্রান্ত হয়ে ফেরেন তিনি। ২০ বলে কেবল ১৩ রান করতে সক্ষম হন এই ওপেনার।

রিশাদের আক্রমণ অব্যাহত থাকে নবম ওভারে। এবার তার শিকার মিডল অর্ডারের হুসাইন তালাত। সাইফ হাসানের হাতে ক্যাচ দিয়ে ৭ বলে মাত্র ৩ রানেই ফেরেন তিনি।

এক পর্যায়ে স্কোরবোর্ডে ১০ ওভারে পাকিস্তানের রান দাঁড়ায় ৪৬/৪। এরপর ১১.৪ ওভারে ৫৪ রানের মাথায় দল হারায় আরও একটি উইকেট, তাতে চাপ আরও বেড়ে যায় বাবর আজমদের ওপর।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচটি কার্যত দুই দলের জন্যই সেমিফাইনালের মতো। কারণ, যে দল হারবে সে বিদায় নেবে, আর জয়ী দল রোববার ফাইনালে মুখোমুখি হবে ভারতের।