বুধবার । ডিসেম্বর ১৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক খেলা ২৬ সেপ্টেম্বর ২০২৫, ৮:২৮ অপরাহ্ন
শেয়ার

নিয়মরক্ষার ম্যাচে ভারতের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে শ্রীলঙ্কা


india-srilanka

ছবি: সংগৃহীত

ইতোমধ্যেই ভারত ও পাকিস্তান নিশ্চিত করেছে এশিয়া কাপের ফাইনাল। তাই সুপার ফোরে ভারত-শ্রীলঙ্কার আজকের লড়াই কেবলই নিয়মরক্ষার ম্যাচ। এই ম্যাচের ফলাফল টুর্নামেন্টের ভাগ্যে কোনো পরিবর্তন আনবে না।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে টসে জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে শ্রীলঙ্কা। ফলে প্রথমে ব্যাট করতে নামছে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারতীয় দল।

টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে আগেই ফাইনালের টিকিট নিশ্চিত করেছিল ভারত। অন্যদিকে, গতকাল বাংলাদেশকে রোমাঞ্চকর এক ম্যাচে ১১ রানে হারিয়ে পাকিস্তান ফাইনালের দ্বিতীয় দল হিসেবে জায়গা করে নেয়। আগামী রোববার শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান।

সুপার ফোরে আগের দুই ম্যাচ হেরে ফাইনালের দৌড় থেকে ছিটকে গেছে শ্রীলঙ্কা। তাই বিদায়ের আগে অন্তত একটি জয় নিয়ে দেশে ফিরতে চাইছে দাসুন শানাকার দল। আর ভারত এই ম্যাচটিকে ফাইনালের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ হিসেবেই দেখছে।

ভারত একাদশ: সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, শুভমান গিল, তিলক ভার্মা, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, আক্সার প্যাটেল, হর্ষিত রানা, কুলদীপ যাদব, আর্শদীপ সিং ও বরুণ চক্রবর্তী।

শ্রীলঙ্কা একাদশ: চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, কুসল মেন্ডিস (উইকেটরক্ষক), কুসল পেরেরা, কামিন্দু মেন্ডিস, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসরাঙ্গা, জেনিথ লিয়ানাগে, দুশমন্থ চামেরা, মহিসা থেকশানা ও নুয়ান থুসারা।