বুধবার । ডিসেম্বর ১৭, ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ৪ অক্টোবর ২০২৫, ৫:৩০ অপরাহ্ন
শেয়ার

ট্রাম্পের ‘বোমাবর্ষণ বন্ধের’ আহ্বানের পরও গাজায় ইসরায়েলি হামলায় নিহত ২০


Gaza Bomb

ট্রাম্পের আহ্বানের পরও শনিবার ভোর থেকে ইসরায়েল গাজায় আকাশ ও স্থল হামলা অব্যাহত রেখেছে। ছবি: আল জাজিরা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি উদ্যোগে সাড়া দিয়েছে হামাস। সংগঠনটি গাজা উপত্যকার প্রশাসন একটি টেকনোক্র্যাট প্রশাসনের হাতে তুলে দেওয়া এবং ইসরায়েলি বন্দিদের মুক্তি দেওয়ার প্রস্তাবে সম্মতি জানিয়েছে।

তবে হামাস অবশ্য তাদের বিবৃতিতে নিরস্ত্রীকরণের বিষয়ে কোনো অবস্থান নেয়নি। তারা জানিয়েছে, মধ্যস্থতাকারীদের মাধ্যমে “অবিলম্বে শান্তি আলোচনা” শুরু করতে তারা প্রস্তুত।

হামাসের ঘোষণার পর এক ভিডিও বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, তিনি বিশ্বাস করেন হামাস এখন “দীর্ঘস্থায়ী শান্তির” পথে এগোতে চায়। তিনি ইসরায়েলকে গাজায় বোমাবর্ষণ বন্ধ করে আলোচনার সুযোগ দিতে আহ্বান জানান।

কিন্তু তার এই আহ্বানের পরও শনিবার ভোর থেকে ইসরায়েল গাজায় আকাশ ও স্থল হামলা অব্যাহত রেখেছে। এতে অন্তত ২০ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে।

২০২৩ সালের অক্টোবরে শুরু হওয়া ইসরায়েলের চলমান যুদ্ধে এখন পর্যন্ত অন্তত ৬৭ হাজার ৭৪ জন ফিলিস্তিনি নিহত এবং এক লাখ ৬৯ হাজার ৪৩০ জন আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আরও বহু মানুষের চাপা পড়ে থাকার আশঙ্কা রয়েছে।

অন্যদিকে ২০২৩ সালের ৭ অক্টোবরের হামাসের হামলায় ইসরায়েলে ১ হাজার ১৩৯ জন নিহত হয় এবং প্রায় ২০০ জনকে বন্দি করা হয়। পরবর্তীতে আলোচনার মাধ্যমে অনেককে মুক্ত করা হয়েছে।

সর্বশেষ এই প্রেক্ষাপটে আন্তর্জাতিক মহল নজর রাখছে হামাসের নতুন প্রস্তাব শান্তি আলোচনার দ্বার খুলতে পারে কিনা, যদিও ইসরায়েলের সামরিক অভিযান অব্যাহত রয়েছে।