মঙ্গলবার । ডিসেম্বর ১৬, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিনোদন ৫ অক্টোবর ২০২৫, ৭:২৯ অপরাহ্ন
শেয়ার

অক্টোবরের শেষে মুক্তি পাচ্ছে জুবিন গার্গের শেষ ছবি ‘রই রই বিনালে’


Zubeen Garg

প্রয়াত সংগীত কিংবদন্তি জুবিন গার্গের ভক্তদের জন্য আসছে এক আবেগঘন খবর। তাঁর জীবনের শেষ কাজ, ‘রই রই বিনালে’ নামে একটি চলচ্চিত্র আগামী ৩১ অক্টোবর ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। এটাই হতে যাচ্ছে আসামের প্রথম পূর্ণাঙ্গ সংগীতনির্ভর (মিউজিক্যাল) চলচ্চিত্র- যার গল্প ও সংগীত দুটোই জুবিন গার্গের নিজের লেখা ও গাওয়া।

চলচ্চিত্রটির পরিচালক রাজেশ ভূঁইয়া সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন, “গত তিন বছর ধরে আমরা এই ছবির কাজ করে যাচ্ছিলাম। গল্প, সংগীত- সবই জুবিন গার্গের সৃষ্টি। প্রায় পুরো কাজ শেষ হয়েছিল, শুধু ব্যাকগ্রাউন্ড মিউজিক বাকি ছিল। এটাই আসামের প্রথম মিউজিক্যাল ছবি।”

তিনি আরও বলেন, “জুবিন নিজেই চেয়েছিলেন ‘রই রই বিনালে’ ছবিটি ৩১ অক্টোবর মুক্তি পাক। তাই আমরা তাঁর ইচ্ছার প্রতি শ্রদ্ধা জানিয়ে সেই তারিখেই ছবিটি মুক্তি দিচ্ছি- শুধু আসামে নয়, সারা ভারতজুড়ে। তাঁর গাওয়া গানের ৮০–৯০ শতাংশই আমরা ল্যাপেল মাইকে রেকর্ড করেছিলাম, তাই ছবিতে তাঁর আসল কণ্ঠই ব্যবহার করা হবে।”

ছবিটি এখন জুবিন গার্গের অসামান্য সংগীতপ্রেম ও প্রতিভার প্রতি এক হৃদয়ছোঁয়া শ্রদ্ধাঞ্জলি হিসেবে দেখা হচ্ছে।

এরই মধ্যে গায়ককে ঘিরে চলছে একাধিক বিতর্কও। পুলিশের হাতে থাকা সরকারি নথি অনুযায়ী, জুবিন গার্গের ব্যান্ডসঙ্গী শেখর জ্যোতি গোস্বামী অভিযোগ করেছেন যে, সিঙ্গাপুরে অনুষ্ঠিত নর্থইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালে অংশ নিতে গিয়ে জুবিনকে “বিষ প্রয়োগ” করা হয়েছিল। তাঁর দাবি, গায়কের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা ও উৎসব সংগঠক শ্যামকানু মহন্ত ইচ্ছাকৃতভাবে বিদেশে অনুষ্ঠান আয়োজন করেন তাদের “ষড়যন্ত্র ঢাকতে”।

সিঙ্গাপুর পুলিশ ইতোমধ্যে শর্মা ও মহন্তকে গ্রেপ্তার করেছে। এছাড়া সহশিল্পী আমৃতপ্রভা মহন্ত এবং শেখর জ্যোতি গোস্বামীকেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে এক “ডুবে যাওয়ার ঘটনায়” জুবিন গার্গের মৃত্যু হয়। তাঁর বয়স হয়েছিল ৫২ বছর। তিনি তখন নর্থইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালে অংশ নিতে সেখানে অবস্থান করছিলেন।

ভক্তদের মতে, ‘রই রই বিনালে’ হবে জুবিনের জীবনের শেষ সুরেলা উপহার- একটি ছবিতে গায়ক, লেখক, সুরকার ও কিংবদন্তির আত্মা একই সঙ্গে বেঁচে থাকবে।