মঙ্গলবার । ডিসেম্বর ১৬, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিনোদন ৯ অক্টোবর ২০২৫, ৯:৫৩ পূর্বাহ্ন
শেয়ার

মালাইকার উষ্ণ প্রতিক্রিয়া, আরবাজ খানের কন্যা সন্তানের জন্মে খুশি সবাই


Malaika-Arbaz

বলিউডে আবারও খুশির খবর! আরবাজ খান দ্বিতীয়বারের মতো বাবা হয়েছেন। বর্তমান স্ত্রী সাশুরা খানের কোলজুড়ে এসেছে ফুটফুটে কন্যা সন্তান। নবজাতকের নাম রাখা হয়েছে সিপারা খান। এই খুশির মুহূর্তে প্রাক্তন স্ত্রী মালাইকা অরোরাও উষ্ণ প্রতিক্রিয়া জানিয়েছেন।

আরবাজ ও মালাইকার একমাত্র পুত্র আরহান খান সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ছোট বোনকে স্বাগত জানিয়ে একটি আবেগময় পোস্ট দেন। ইনস্টাগ্রামে পোস্টে তিনি লেখেন, ‘বিগ ব্রাদার বুটক্যাম্প’। পোস্টে আরহান প্রথমে কাজিনদের সঙ্গে মজার কিছু ছবি শেয়ার করেন। তবে সবার নজর কাড়ে শিশুটির বেবি শাওয়ার অনুষ্ঠানের সাজসজ্জার ছবি এবং শেষ ছবিটি- যেখানে ‘দ্যা হ্যাঙ্গওভার’ এর একটি দৃশ্যে অ্যালেন চরিত্রটি শিশুকে কোলে নিয়ে আছে। এতে বোঝা যায়, ভাই হিসেবে নিজের দায়িত্ব নিতে প্রস্তুত আরহান।

এই পোস্টে মালাইকার প্রতিক্রিয়া ছিল ভালোবাসায় ভরা। তিনি মন্তব্য করেন, “লাস্ট পিক” এবং লাল হৃদয়ের ইমোজি যোগ করেন। এতে বোঝা যায়, প্রাক্তন স্বামীর নতুন সন্তানের আগমনে তিনিও খুশি।

উল্লেখ্য, ২০২৩ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন আরবাজ খান। প্রথমে গর্ভধারণের খবর গোপন রাখলেও পরবর্তীতে নানা জল্পনার পর জানা যায়, তারা কন্যাসন্তানের প্রত্যাশায় আছেন। ৫ অক্টোবর তাঁদের কন্যা সন্তানের জন্ম হয়। নবজাতককে দেখতে হাসপাতালে যান সালমান খান থেকে শুরু করে পুরো খান পরিবার।

অন্যদিকে, মালাইকা ও আরবাজের দাম্পত্যজীবন ছিল ১৮ বছরের। ২০১৭ সালে তাঁরা বিবাহবিচ্ছেদ করেন। তাঁদের ছেলের অভিভাবকত্ব মূলত মালাইকার কাছে থাকলেও আরবাজের নিয়মিত দেখা করার অধিকার রয়েছে। বিচ্ছেদের পরও এই তারকা দম্পতি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন, যা তাঁদের সহ-অভিভাবকত্বকে সহজ করে তুলেছে।

সূত্র: ডিএনএ