মঙ্গলবার । ডিসেম্বর ১৬, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিনোদন ১০ অক্টোবর ২০২৫, ১১:৩৬ পূর্বাহ্ন
শেয়ার

জুটি বাঁধছেন আহান পাণ্ডে ও শর্বরী ওয়াঘ


Ahaan-Sharvari

বলিউডে নতুন যুগল হিসেবে বড় পর্দায় আসতে যাচ্ছেন অভিনেতা আহান পাণ্ডে ও অভিনেত্রী শর্বরী ওয়াঘ। দু’জনকে নিয়ে পরিচালনা করছেন হিট নির্মাতা আলি আব্বাস জাফর। আগামী বছর যুক্তরাজ্যে শুরু হবে এই বহুল আলোচিত ছবিটির শুটিং। খবর পিঙ্কভিলার।

সূত্রের বরাতে জানা গেছে, “আহান পাণ্ডে ও শর্বরী ওয়াঘ আলি আব্বাস জাফরের পরবর্তী ছবির শুটিং শুরু করবেন ২০২৬ এর মার্চ মাসে। এই ছবিটি হবে একটি স্টাইলিশ অ্যাকশন-রোমান্স ঘরানার, যার মধ্যে থাকবে গভীর আবেগময় গল্প। ইতিমধ্যেই লন্ডনে উপযুক্ত লোকেশন বাছাই, দৃশ্যের বিস্তারিত পরিকল্পনা ও সংগীত নির্ধারণের কাজ শেষ হয়েছে।”

আলি আব্বাস জাফর এর আগেও বক্স অফিস কাঁপিয়েছেন ব্লকবাস্টার ‘সুলতান’ ও ‘টাইগার জিন্দা হ্যায়’ এর মতো চলচ্চিত্র দিয়ে। এবার তিনি দর্শকদের জন্য আনছেন একদম নতুন অন-স্ক্রিন জুটি। আহান পাণ্ডে এর আগে ‘সাইয়ারা’তে অভিষেকেই প্রশংসা কুড়িয়েছেন। আর শর্বরী নিজেকে প্রমাণ করেছেন ‘মহারাজ’ ও ‘মুঞ্জিয়া’র মতো ছবিতে দারুণ অভিনয়ের মাধ্যমে।

এই প্রকল্পটি হতে যাচ্ছে প্রযোজক আদিত্য চোপড়া এবং আলি আব্বাস জাফরের পঞ্চম যৌথ উদ্যোগ। এর আগে তারা দর্শকদের উপহার দিয়েছেন ‘মেরে ব্রাদার কি দুলহান’, ‘গুণ্ডে’, ‘সুলতান’ ও ‘টাইগার জিন্দা হ্যায়’। সবকটি ছবিই বাণিজ্যিকভাবে সফল ও জনপ্রিয় ছিল।

চলচ্চিত্র বিশেষজ্ঞদের মতে, অ্যাকশন ও রোমান্সের মিশেলে তৈরি এই নতুন ছবি সহজেই আগামী বছরের অন্যতম প্রত্যাশিত রিলিজে পরিণত হতে পারে।