Search
Close this search box.
Search
Close this search box.
seoul-jongmyo-park
সিউল জুংমিও পার্ক

সিউল মেট্রোপলিটন সিটির দুইটি পার্কে বয়স্কদের ব্যবহারের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। সিউল জুংমিও পার্ক এবং তাপগুল পার্ক ও এর আশেপাশে ইতিমধ্যে বয়স্ক ব্যক্তিদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। দুইটি পার্কের পাশে পুরাতন এবং ক্লাসিক সিনেমা দেখার হল, বয়স্কদের পছন্দের বিভিন্ন খাবারের রেস্টুরেন্টসহ বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে।

যেখানে প্রতিদিন ৩হাজারেরও বেশি বয়স্ক ব্যক্তি পরিদর্শন করেন। বয়স্কদের জন্য জনপ্রিয় এই এলাকার অনেক দোকান এবং প্রতিষ্টানের মালিকও বয়স্ক ব্যক্তিরা। সিউল সিটি কর্তৃপক্ষ এবং স্বাস্থ্য ও জনকল্যাণ মন্ত্রণালয় যৌথভাবে এই পার্কগুলোর উন্নয়নের কাজ করবে বলে জানানো হয়েছে। সিউল সিটি কর্তৃপক্ষ জানিয়েছে এই পার্ক দুটি এবং এই এলাকাগুলোতে বয়স্কদের জন্য সুবিধা বৃদ্ধির পাশাপাশি চাকরির সুযোগও সৃষ্টি করা হবে।

chardike-ad