বৃহস্পতিবার । ডিসেম্বর ১৮, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ২৮ অক্টোবর ২০২৫, ৫:১৮ অপরাহ্ন
শেয়ার

বিএনপি মহাসচিবের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ


BNP Sarah Cook

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেল ৩টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বিএনপির মিডিয়া উইং সূত্রে জানা গেছে, বৈঠকে বাংলাদেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট, আগামী নির্বাচনকে ঘিরে দলের প্রস্তুতি এবং ঢাকা-লন্ডন কূটনৈতিক সম্পর্কসহ পারস্পরিক আগ্রহের নানা বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, দলের যুগ্ম মহাসচিব ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল উপস্থিত ছিলেন।

দলীয় সূত্রের ভাষ্য, রাজনৈতিক ও গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে পারস্পরিক মতবিনিময় ছাড়াও, নির্বাচনপূর্ব সময়ের সামগ্রিক পরিস্থিতি এবং আন্তর্জাতিক সহযোগিতার সম্ভাবনা নিয়েও আলোচনায় গুরুত্ব দেওয়া হয়।