
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, জুলাই সনদে স্বাক্ষর করে এখন কেউ পিছিয়ে যেতে পারে না। তিনি বলেন, “কবুল যেহেতু বলেছেন, কাবিনে যেহেতু সই করেছেন, সংসারও করতে হবে। সংসার যদি না করতে চান, জনগণের সামনে এসে বলতে হবে- ডিভোর্স দিতে চান।”
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুমিল্লার লাকসাম বাইপাসে অনুষ্ঠিত এনসিপির পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি অভিযোগ করেন, সনদের আইনি ভিত্তি না থাকা সত্ত্বেও কিছু দল স্বাক্ষর করেছে। এখন তাদেরই একটি দল সনদের বিপক্ষে অবস্থান নিয়েছে। সংস্কার বাস্তবায়নের বিপক্ষে গিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করলে মুখোশ খুলে দেবে জনগণ, বলেন তিনি।
হাসনাত আরও বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে একই প্ল্যাটফর্মে লড়ে আসা দলগুলোকে সংস্কারের পক্ষে থাকতে হবে। তরুণদের দল বলে খাটো করে দেখা যাবে না। তিনি যোগ করেন, যারা ‘না’র অবস্থানে রয়েছেন তাদের চিহ্নিত করে রাখতে হবে, কারণ তারাই ভবিষ্যতে তত্ত্বাবধায়ক ও জনগণের ভোটাধিকার বিরোধী অবস্থানে যাবে।
এর আগে এনসিপির লাকসাম উপজেলা কার্যালয় উদ্বোধন করেন হাসনাত আবদুল্লাহ। পরে তিনি বিভিন্ন সড়কে লিফলেট বিতরণ করেন। এ সময় স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।








































