
‘৭ নভেম্বরের চেতনায় মুক্তিযোদ্ধা সমাবেশ’ এ অংশ নেন মির্জা ফখরুল
১৯৭১ সালের মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীরাই এখন সেই ইতিহাস বিকৃত করে নতুন আন্দোলনকে বড় করে দেখাতে চাইছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘একাত্তর আমাদের জন্মের ঠিকানা—এটা ভুলে যাওয়ার কোনো সুযোগ নেই।’
শনিবার (১ নভেম্বর) রাজধানীতে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত ‘৭ নভেম্বরের চেতনায় মুক্তিযোদ্ধা সমাবেশ’ এ এসব কথা বলেন তিনি। সমাবেশের মূল প্রতিপাদ্য ছিল ‘স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অপরিহার্য।’
মির্জা ফখরুল বলেন, ‘জুলাই আন্দোলন নিয়ে আমরা বিভাজন চাই না। কিন্তু কিছু শক্তি ইচ্ছাকৃতভাবে মুক্তিযুদ্ধের ইতিহাসকে আড়াল করতে চাইছে। তারা আমাদের নেতা জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার সত্যতা নিয়ে প্রশ্ন তুলছে—যে ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করেছিল।’
তিনি আরও বলেন, ‘১৯৭১ সাল শুধু একটি ঐতিহাসিক সময় নয়—এটাই আমাদের অস্তিত্ব, পরিচয় ও স্বাতন্ত্র্যের প্রতীক।’
স্বাধীনতা বিরোধীদের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, ‘যারা এখন মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে প্রশ্ন তোলে, তাদের মনে রাখা উচিত, ১৯৭১ সালে তারাই পাকিস্তানি বাহিনীর সঙ্গে হাত মিলিয়ে এ দেশের মানুষ হত্যা করেছিল এবং মুক্তিযুদ্ধকে ‘গোলমাল’ বলে তুচ্ছ করেছে।’
ফখরুলের মতে, একাত্তরের চেতনাকে বিকৃত করার যে প্রয়াস চলছে, তা শুধু ইতিহাস বিকৃতি নয়—বরং জাতির পরিচয় মুছে দেওয়ারও প্রচেষ্টা।








































