Search
Close this search box.
Search
Close this search box.

শনিবারে ডাক্তারের ফি ৫০০উওন বেশি

doctors feeকোরিয়ার নেইবারহুড ক্লিনিকসমূহে প্রতি শনিবার বিকেলে চিকিৎসকের সাক্ষাৎ পেতে ৫০০ উওন অতিরিক্ত খরচ গুনতে হয়। চলতি সপ্তাহ থেকে এই নিয়ম শনিবার সকালের জন্যও প্রযোজ্য হবে। এ সময় ফার্মেসীগুলোতে প্রতিটি প্রেসক্রিপশনের জন্য ২০০ উওন করে বেশী দিতে হবে। কোরিয়ার স্বাস্থ্য ও জনকল্যাণ মন্ত্রনালয় শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

শনিবার নার্সদেরকে বাড়তি সম্মানী দিতে হয়- চিকিৎসকদের এমন দাবীর মুখে সরকার ফী বৃদ্ধির এ প্রস্তাব অনুমোদন দিয়েছে। বর্ধিত ফী যোগ করে এখন থেকে শনিবার সকালে চিকিৎসকের সাথে প্রথম সাক্ষাতের জন্য একজন রোগীকে ৪ হাজার উওনের পরিবর্তে ৪ হাজার ৫ শ’ উওন দিতে হবে। তবে আগামী বছরের অক্টোবর থেকে শনিবার বিকেলের ন্যায় সকালের ফিসও ৫ হাজার উওন করা হবে।

chardike-ad

কোরিয়ার নিবন্ধিত ২৮ হাজার ৩২৮টি ক্লিনিকে (যেগুলোতে কেবলমাত্র আউটডোর চিকিৎসা দেয়া হয়, রোগী ভর্তি করা হয় না) বর্ধিত এই ফী আজ (শনিবার) থেকে কার্যকর হচ্ছে। ওরিয়েন্টাল ক্লিনিক, ডেন্টাল ক্লিনিক ও ফার্মেসীসমূহ এর আওতায় পড়বে। তবে বড় হাসপাতাল ও চিকিৎসাকেন্দ্রগুলো যথারীতি এ নিয়মের আওতামুক্ত থাকবে।