
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের
দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিএনপিকে খোলামেলা আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।
রোববার (২ নভেম্বর) রাজধানীর আল ফালাহ মিলনায়তনে ‘চলমান রাজনৈতিক পরিস্থিতি’ শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন, “জামায়াতে ইসলামী বিএনপির সঙ্গে কোনো বিরোধ চায় না। যা-ই করছেন, এবার বন্ধ করুন। আসুন আমরা একসঙ্গে বসি, দেশের এই পরিস্থিতি নিয়ে খোলামেলা আলোচনা করি। বিএনপিকে আহ্বান করবো একসঙ্গে বসার— যাতে সত্যিকার অর্থে একটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ গড়ে তোলা যায়।”
আবদুল্লাহ মোহাম্মদ তাহের আরও বলেন, “রাজনীতির অনেক খেলা আছে, আমরা খেলতে চাই না। আগামীকাল সোমবার জামায়াতের দলীয় বৈঠক হবে, সেখানে পরবর্তী কর্মসূচি নিয়ে আলোচনা হবে।”
বিএনপিকে আনুষ্ঠানিকভাবে আলোচনার আমন্ত্রণ জানানো হয়েছে কি না— এমন প্রশ্নে তিনি বলেন, “আমরা এখন এই আহ্বান মিডিয়ার মাধ্যমে দিচ্ছি। দেখি, তারা কী প্রতিক্রিয়া জানায়।”
প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়ে ডা. তাহের বলেন, “আপনি দৃঢ় অবস্থানে থেকে যেটা সঠিক, সেই সিদ্ধান্ত নিন। জাতি তাতে সমর্থন দেবে। আপনি যত সমর্থন চাইবেন, ততই পাবেন। অন্যায্য সিদ্ধান্ত থেকে বিরত থাকুন।”
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খাঁন ও মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল, নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন ও অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ প্রমুখ।







































