শুক্রবার । ডিসেম্বর ১৯, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১০ নভেম্বর ২০২৫, ৯:১৮ পূর্বাহ্ন
শেয়ার

প্রবাসফেরত নারীদের পুনর্বাসনে বিশেষ ঋণ দিচ্ছে প্রবাসী কল্যাণ ব্যাংক


pkb

ছবি: সংগৃহীত

প্রবাস থেকে দেশে ফিরে আসা নারী শ্রমিকদের অর্থনৈতিক পুনর্বাসন ও আত্মনির্ভরতা নিশ্চিত করতে বিশেষ পুনর্বাসন ঋণ সুবিধা চালু করেছে প্রবাসী কল্যাণ ব্যাংক (পিকেবি)। কর্মসংস্থান সৃষ্টি, ক্ষুদ্র ব্যবসা সম্প্রসারণ এবং সামাজিক সুরক্ষা জোরদারের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

পিকেবির তথ্য অনুযায়ী, প্রবাসে কর্মসংস্থান হারিয়ে দেশে ফেরা নারী শ্রমিকদের এ ঋণ সহজ শর্তে ও স্বল্প সুদে দেওয়া হবে। শুধু আর্থিক সহায়তা নয়, বরং প্রশিক্ষণ, মাইক্রো-উদ্যোক্তা পরামর্শ এবং বাজার সংযোগের সুবিধাও দেওয়া হবে, যাতে নারী শ্রমিকরা সংগঠিতভাবে নিজস্ব ব্যবসা বা পেশা গড়ে তুলতে পারেন। পাশাপাশি, নারী উদ্যোক্তা হিসেবে আত্মপ্রতিষ্ঠার জন্য প্রযুক্তিগত ও ব্যবস্থাপনা সহায়তাও প্রদান করা হবে।

পিকেবি কর্মকর্তারা জানান, এই উদ্যোগ মূলত সেই সব নারীদের জন্য যাঁরা সংকটকালীন পরিস্থিতিতে বাধ্য হয়ে দেশে ফিরেছেন। আবেদনকারীদের যোগ্যতার মধ্যে রয়েছে প্রবাসে কর্মসংস্থানের প্রমাণ, দেশে ফেরার সনদ ও পুনর্বাসন পরিকল্পনা। দরিদ্র ও ঝুঁকিপূর্ণ পরিবারের নারীদের অগ্রাধিকার দেওয়া হবে।

ব্যাংক সূত্রে জানা গেছে, আবেদন প্রক্রিয়া সরল করা হয়েছে এবং যাচাই-বাছাই দ্রুত সম্পন্ন করা হবে। প্রয়োজন অনুযায়ী স্বল্প সময়ের গ্রেস পিরিয়ডও রাখা হবে। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগে যুক্ত নারীদের জন্য ঋণ শর্ত আরও সহজ করা হবে।

বিশেষজ্ঞদের মতে, বিদেশফেরত নারীরা দেশে ফিরে আর্থিক ক্ষতি, মানসিক চাপ ও পুনরায় কর্মসংস্থানের অভাবসহ নানা চ্যালেঞ্জের মুখোমুখি হন। এ ধরনের লক্ষ্যভিত্তিক পুনর্বাসন ঋণ ও প্রশিক্ষণ কর্মসূচি তাদের পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

প্রবাসী কল্যাণ ব্যাংক আশা করছে, এই পুনর্বাসন ঋণের মাধ্যমে অনেক নারী দ্রুত স্বাবলম্বী হয়ে উঠবেন এবং তাদের পরিবারেও আর্থিক স্থিতি ফিরে আসবে। আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য ও শর্তাবলি পিকেবির অফিস ও ওয়েবসাইটে পাওয়া যাবে।