শুক্রবার । ডিসেম্বর ১৯, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১০ নভেম্বর ২০২৫, ১০:৪৪ অপরাহ্ন
শেয়ার

প্লট বা ফ্ল্যাট হস্তান্তরে কারো অনুমতি লাগবে না: গণপূর্ত মন্ত্রণালয়


Flat

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এবং এর আওতাধীন বিভিন্ন কর্তৃপক্ষের উন্নয়নকৃত আবাসিক প্লট বা ফ্ল্যাট হস্তান্তরের ক্ষেত্রে এখন কোনো অনুমোদনের প্রয়োজন নেই। রবিবার (১০ নভেম্বর) মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, দেশের আবাসিক প্লট ও ফ্ল্যাট হস্তান্তরের প্রক্রিয়া সহজীকরণ, লিজগ্রহীতাদের হয়রানি ও দুর্ভোগ কমানো এবং দুর্নীতি দূরীকরণে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে।

আগে লিজদাতাপ্রতিষ্ঠানের অনুমোদন ছাড়া দলিল সম্পাদন সম্ভব ছিল না। এখন উত্তরাধিকার, ক্রয়, দান, হস্তান্তর (বিক্রয় বা বণ্টন) সংক্রান্ত দলিল সম্পাদনের জন্য কোনো অনুমোদন নেওয়া হবে না।

তবে প্লটের বিভাজন বা একত্রীকরণ এবং মাস্টারপ্ল্যান অনুযায়ী ব্যবহার পরিবর্তনের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনের নিয়ম আগের মতোই বজায় থাকবে।

দলিল মূল্য অনুসারে হস্তান্তরের ক্ষেত্রে ফ্ল্যাটের জন্য ২ শতাংশ এবং প্লটের জন্য ৩ শতাংশ ফি নির্ধারণ করা হয়েছে, যা সরাসরি সংশ্লিষ্ট সাব-রেজিস্ট্রি অফিসে জমা দিতে হবে।

ফি আদায় করা হবে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের নির্ধারিত অর্থনৈতিক কোড অনুযায়ী নন-ট্যাক্স রেভিনিউ (এনটিআর) হিসেবে।