Search
Close this search box.
Search
Close this search box.

চার গোল করে যা বললেন নেইমার

neymar

জাপানের বিপক্ষে প্রীতি ম্যাচে একাই চার গোল করেন নেইমার দ্য সিলভা। তার চার গোলে ভর করে ব্রাজিল জয় পেয়েছে ৪-০ ব্যবধানে। ৪ গোল করে নতুন এক মাইলফলক স্পর্শ করেছেন বার্সেলোনার হয়ে খেলা এই তারকা। ম্যাচ শেষে নেইমার জানান তিনি নিজেও তার সামর্থ্যের শেষ কোথায় সেটা জানেন না।

chardike-ad

নেইমার বলেন, ‘আমি সর্বাত্মক চেষ্টাটা করেছি। ঘামে ভিজে আমার চুলগুলো কপালে লেপ্টে গিয়েছিল। জাতীয় দলের জার্সি গায়ে ৪ গোল করার অনুভূতিটা সত্যিই অসাধারণ। সত্য বলতে কি আমি নিজেও আমার সামর্থের শেষ কোথায় সেটা জানি না। আমি গোল করার চেষ্টা করেছি। তবে সেটা আমার ব্যক্তিগত সাফল্যের জন্য নয়। আমার সতীর্থদের সাহায্য করার চেষ্টা করেছি। যথারীতি সাহায্য করতে চেষ্টা করেছি ব্রাজিল দলকে।’

তিনি আরো বলেন, ‘আসলে এমন কিছু স্বপ্নেই পাওয়া সম্ভব। এমন এক স্বপ্ন বাস্তবে রুপ নেওয়ায় আমি খুবই খুশি। আসলে এমনটি কখনো আমি স্বপ্নেও কল্পনা করিনি। একাই চার গোল করাটা আমার কাছে অলীক স্বপ্ন ছিল। খুবই ভালো লাগছে। স্রষ্টাকে ধন্যবাদ।’

ব্রাজিলের কোচ কার্লোস দুঙ্গার উপদেশ স্মরণ করে নেইমার বলেন, ‘তিনি আমাদের বলেছিলেন প্রতিপক্ষকে সম্মান দেখানোর সবচেয়ে সেরা উপায় হচ্ছে তাদের বিপক্ষে জয় পাওয়ার জন্য চেষ্টার কোনো ত্রুটি না রাখা। আসলে মাঠে আমরা সেটাই করে দেখিয়েছি।’