
কোরিয়ান শিক্ষার্থীদের মধ্যে দুই বা তিন বছরের কারিগরি কোর্সের প্রতি আগ্রহ বাড়ছে। গত তিনবছর ধরে কারিগরি কলেজগুলো শিক্ষার্থীর সংখ্যা ক্রমাগত বেড়েছে। ২০১৪ সালে ১২৮৩জন শিক্ষার্থী কারিগরি কলেজগুলোতে ভর্তি হয়েছে। ২০১৩ সালে এই সংখ্যা ছিল ১২৫৩ এবং ২০১২ সালে ১১০২জন।
চার বছরের আন্ডারগ্রাজুয়েট কোর্সের শিক্ষার্থীদের জন্য চাকরির বাজার কঠিন হয়ে পড়ায় শিক্ষার্থীরা কারিগরি শিক্ষার দিকে ঝুঁকছে বলে ধারণা করা হচ্ছে। কোরিয়ান সরকার কয়েক বছর ধরে শিক্ষার্থীদের মধ্যে কারিগরি শিক্ষা প্রয়োজনীয়তা জানিয়ে প্রচারণা করে আসছে।চাকরির বাজারেও ভোকেশনাল ছাত্রছাত্রীদের চাহিদা ক্রমান্বয়ে বাড়ছে।