Search
Close this search box.
Search
Close this search box.

মাত্র ১ শতাংশ ধনীর কাছে কুক্ষিগত বিশ্বের অর্ধেক সম্পদ

rich manআর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান ক্রেডিট সুইসের প্রতিবেদন অনুসারে, বিশ্বের বর্তমান সম্পদের মূল্য ২৬৩ ট্রিলিয়ন ডলার। আর এর অর্ধেকই রয়েছে মাত্র ১ শতাংশ ধনীর হাতে। এ সম্পদ বৈষ্যমের ফলে মন্দা ত্বরান্বিত হতে পারে মনে করছে প্রতিষ্ঠানটি। খবর আরটি।

গত মঙ্গলবার প্রকাশিত ক্রেডিট সুইস গ্লোবাল ওয়েলথ রিপোর্টে সতর্ক করে বলা হয়েছে, এ অস্বাভাবিক অনুপাত মন্দা সৃষ্টি করতে পারে। কারণ উচ্চ বৈষম্য অর্থনৈতিক সংঘর্ষের পথে নিয়ে যায়।

chardike-ad

২০১৪ সালের মাঝামাঝি সময়ে বৈশ্বিক সম্পদ রেকর্ড পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ২৬৩ ট্রিলিয়ন ডলারে, যা ২০১৩ সালের মাঝামাঝির তুলনায় ২০ দশমিক ১ ট্রিলিয়ন বা ৮ দশমিক ৩ শতাংশ বেশি। ২০০০ সালের পর থেকে এ সময় পর্যন্ত পারিবারিক সম্পদ বেড়েছে দ্বিগুণ।

সম্পদে এগিয়ে রয়েছে ‘ল্যান্ড অব ফরচুনস’ যুক্তরাষ্ট্র। বিশ্বের মোট সম্পদের ৩৪ দশমিক ৭ শতাংশ (৯১ ট্রিলিয়ন ডলার) রয়েছে এখানে। ইউরোপের সম্পদও রয়েছে এর কাছাকাছি, ৩২ দশমিক ৪ শতাংশ। ভারত ও চীনের সম্পদ ২৩ দশমিক ৭ শতাংশ এবং ১৮ দশমিক ৯ শতাংশ রয়েছে এশিয়া প্যাসিফিক অঞ্চলে। বিশ্বে গড় সর্বোচ্চ সম্পদ ও জিডিপিতে শীর্ষে উত্তর আমেরিকা।

প্রতিবেদনে বলা হচ্ছে, ২০১৯ সালে বিশ্বে মিলিয়নেয়ারের সংখ্যা বর্তমানের ৩ দশমিক ৫ কোটি থেকে বেড়ে দাঁড়াবে ৫ দশমিক ৩ কোটিতে। এ সময় বিশ্বসম্পদ ৪০ শতাংশ বেড়ে দাঁড়াবে ৩৬৯ ট্রিলিয়ন ডলারে।

নতুন অর্থ এসেছে চীনসহ বিভিন্ন উদীয়মান বাজার থেকে। ২০০০ থেকে ২০১৪ পর্যন্ত উদীয়মান বাজারের সম্পদ বিশ্বসম্পদের ১১ দশমিক ৪ শতাংশ। সূত্রঃ বণিকবার্তা।