মঙ্গলবার । ডিসেম্বর ১৬, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক প্রবাস ১৩ অক্টোবর ২০১২, ১২:৪৪ পূর্বাহ্ন
শেয়ার

ইপিএসে পুনরায় কোরিয়া


ছবি সংবাদঃ ইপিএস ভিসায় যারা কর্মস্থল পরিবর্তন না করে একটানা একই কোম্পানীতে কাজ করেন তাদেরকে পুনরায় কোরিয়া আসার সুযোগ দিচ্ছে কোরিয়ান সরকার। গত ১জুলাই এই আইন পাস হওয়ার পর গত ১১অক্টোবর প্রথমবারের মত ১৩১জন বিদেশি কর্মী পুনরায় কোরিয়া আসার পর তাদেরকে স্বাগত জানানো হয় কোরিয়ান সরকার এবং মালিকদের পক্ষ থেকে। (ছবিঃ ইয়নহাপ)