Search
Close this search box.
Search
Close this search box.

সমতায় শেষ বাংলাদেশ-শ্রীলঙ্কা প্রীতি ম্যাচ

footbaallপ্রীতি ম্যাচ হলেও জয়ের আশায়ই মাঠে নেমেছিল ২ দল। শেষপর্যন্ত ১-১ গোলের ড্রয়ের প্রীতি ম্যাচের ‘সৌন্দর্য’ থাকলেও আক্ষেপে পুড়েছে বাংলাদেশ। এগিয়ে থেকেও শ্রীলঙ্কার বিপক্ষে জয়কে মুঠোবন্দী করতে পারেন নি মুন্না-মামুনুলরা।

শুক্রবার যশোরের শামসুল হুদা স্টেডিয়ামে খেলার প্রথমার্ধেই বাংলাদেশকে এগিয়ে নেন স্ট্রাইকার জাহিদ হাসান এমিলি। কিন্তু এগিয়ে থাকার তৃপ্তি বেশিক্ষণ ধরে রাখতে ব্যর্থ হন লাল-সবুজের প্রতিনিধিরা। ৫ মিনিট পরই দারুণ এক ফ্রি-কিকে সমতা ফেরান লঙ্কান মিডফিল্ডার রোশান।

chardike-ad

এরপর ২ দল প্রচুর সুযোগ পেলেও কেউ তা কাজে লাগাতে পারেনি। দ্বিতীয়ার্ধে বেশ কয়েকটি সম্ভাবনা জাগিয়েও লঙ্কানদের জালে বল পাঠাতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ।

এই ম্যাচের আগে বাংলাদেশ-শ্রীলঙ্কা ১২টি ম্যাচে মুখোমুখি হয়। যার ৮টিতেই জয় পায় বাংলাদেশ। ৩ টিতে শ্রীলঙ্কা। আর বাকি ম্যাচটি অমিমাংসিত থাকে। শুক্রবারের খেলার পর এই সংখ্যাটা ২-এ রূপান্তরিত হলো। তবে বাংলাদেশের জন্য স্বস্তি হতে পারে একটি তথ্য। সেটা হলো দুই দলের সর্বশেষ সাক্ষাতে ৩-০ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ।

প্রসঙ্গত, বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে দ্বিতীয় ও শেষ প্রীতি ম্যাচটি আগামী সোমবার রাজশাহীতে অনুষ্ঠিত হবে।