Search
Close this search box.
Search
Close this search box.

আবুধাবির ৪০% কিশোর-কিশোরী স্থূল

Abu-Dhabi-teens-are-fatকিশোর-কিশোরীদের স্থূলতা মাথা ব্যথার কারণ হয়ে দাড়িয়েছে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে।

এক খবরে গালফ নিউজ জানিয়েছে, আবুধাবির ৪০ শতাংশ কিশোর-কিশোরীর শরীরের ওজন স্বাভাবিকের তুলনায় অনেক বেশি।

chardike-ad

যদিও অঞ্চলটিতে অবস্থিত স্কুলগুলোতে স্বাস্থ্য সচেতনতামূলক বিভিন্ন প্রোগ্রাম চালু আছে। এরপরেও স্থূলতার এই সমস্যা মোকাবেলায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের চিন্তা করছে আবুধাবি।

এ সম্পর্কে আবুধাবি এডুকেশন সেন্টারের (এডেক) হেলথ অ্যান্ড ওয়েলনেস ডিভিশনের ম্যানেজার ড. আমের আল কিন্দি বলেন, আমরা দীর্ঘমেয়াদি নীতি গ্রহণের চিন্তাভাবনা করছি, যা কিশোর-কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষায় কাজে লাগবে।