Search
Close this search box.
Search
Close this search box.

ম্যাসেঞ্জার ব্যবহারকারীর সংখ্যা ৫০ কোটিতে

Facebook-Messengerবিশ্বজুড়ে ফেসবুকের ম্যাসেঞ্জার অ্যাপ ব্যবহারকারীর সংখ্যা ৫০ কোটি ছাড়িয়ে গেছে।

মঙ্গলবার এক খবরে বিবিসি জানিয়েছে, গত এপ্রিলের পর থেকে এই অ্যাপ ব্যবহারকারীর সংখ্যা দ্বিগুণের চেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে।

chardike-ad

যদিও ওই সময়ে এ অ্যাপ ডাউনলোডে ইউজারদের জোরাজুরি করার কারণে তীব্র সমালোচনার মুখে পড়েছিল এই অনলাইন জায়ান্ট।

এক ব্লগ পোস্টে ফেসবুকের প্রোডাকশন ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক পিটার মার্টিনাজ্জি বলেন, শুরু থেকেই ম্যাসেঞ্জার যোগাযোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সাধারণের জন্য এ ধরনের সহজতর মাধ্যমে ব্যবহারের সুযোগ দিতে পারে আমরাও আনন্দিত।

তিনি আরও জানান, প্রতি দুই সপ্তাহে এ অ্যাপ নিয়মিত আপডেট করার কারণে দিনদিন এটি আরও উন্নত হয়ে উঠছে।

প্রসঙ্গত, ২০১১ সালের প্রথমবারের মতো ম্যাসেঞ্জার বাজারে ছাড়ে ফেসবুক। গত এপ্রিলে ভিডিও পাঠানো, ফ্রি কল এবং চ্যাট করাসহ অন্যান্য সুবিধার জন্য ব্যবহারকারীদের এ অ্যাপ ডাউনলোড করা বাধ্যতামূলক করে দেয় ফেসবুক।