Search
Close this search box.
Search
Close this search box.

ভূমিকম্পের পূর্বাভাস দেবে অ্যাপ

Quake-Appভূমিকম্প আঘাত হানার আগে পূর্বাভাস জানিয়ে দেবে স্মার্টফোনের অ্যাপ। শুধু তাই নয়, স্বয়ংক্রিয়ভাবে অ্যালার্ম বাজিয়েও অন্যদের সতর্ক করে দিতে পারবে এই অ্যাপ ।

এক খবরে ডেইলি মেইল জানিয়েছে, সম্প্রতি এমন এক অ্যাপ এবং অ্যালার্ম উদ্ভাবন করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক স্টার্টআপ প্রতিষ্ঠান আর্লি ওয়ার্নিং ল্যাব।

chardike-ad

কুয়াক অ্যালার্ট নামের এই অ্যাপ ভূমিকম্পের সংকেত বিশ্লেষণ করে দুইভাবে সতর্কতা জানাতে পারবে।

প্রথমত, এটি দূরে থাকলেও ভূমিকম্পের সংকেত পেলে স্বয়ংক্রিয়ভাবে অ্যালার্ম বাজিয়ে সতর্ক করবে।

দ্বিতীয়ত, এই অ্যাপ ভূমিকম্প কখন, কোথায় আঘাত হানবে এবং তার তীব্রতার মাত্রা জানিয়ে দিতে পারবে। এছাড়া কাউন্টডাউন টাইমের মাধ্যমেও সতর্ক করবে অ্যাপটি।

যুক্তরাষ্ট্র সরকার এবং ম্যাপ সেবা প্রদানকারী ইএসআরআইয়ের সাথে যৌথভাবে এ প্রযুক্তি উদ্ভাবন করা হয়েছে।

ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কমাতে যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভের অধীনে আর্থকুয়েক আর্লি ওয়ার্নিং সিস্টেম তৈরির প্রচেষ্টার অংশ হিসেবে এ অ্যাপ তৈরি করা হয়েছে।

জাপান, তাইওয়ান, মেক্সিকো এবং অন্যান্য দেশেও আর্থকুয়েক আর্লি ওয়ার্নিং সিস্টেম প্রযুক্তি ব্যবহার করে সফলতা পাওয়া গেছে।

নির্মাতাদের আশা, সতর্কতা জানানো পর অল্প সময় পাওয়া গেলেও এ অ্যাপ ক্ষয়ক্ষতি কমাতে সহায়তা করবে। বিশেষ করে, গ্যাস-বিদ্যুৎ

সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো আগে থেকেই সংযোগ বিচ্ছিন্ন করার সুযোগ পাবে।

তবে কুয়াক অ্যালার্ট পুরোপুরি ব্যবহারযোগ্য হয়ে উঠতে আরও ৩ বছর সময় লাগতে পারে বলে জানিয়েছে আর্লি ওয়ার্নিং ল্যাব।

এই অ্যাপটি বিনামূল্যেই মিলবে। কিন্তু অ্যালার্ম প্রতি ১০০ মার্কিন ডলার খরচ পড়বে।