Search
Close this search box.
Search
Close this search box.

বিজ্ঞাপনমুক্ত নতুন সেবা আনল ইউটিউব

youtube-logoবিজ্ঞাপনমুক্ত নতুন সেবা আনল শীর্ষ সার্চ ইঞ্জিন গুগল অধিকৃত ভিডিও শেয়ারিংয়ের সাইট ইউটিউব। মাসিক নির্দিষ্ট পরিমাণ অর্থ পরিশোধের মাধ্যমে গ্রাহকরা ‘ইউটিউব মিউজিক কি’ নামের এ সেবা ব্যবহার করতে পারবেন। খবর রয়টার্স।

নতুন সেবাটির মাধ্যমে গ্রাহকরা গান শোনা, ভিডিও দেখার পাশাপাশি পছন্দের কনটেন্ট ডাউনলোডের সুবিধা পাবেন। সেবাটি পেতে গ্রাহকদের মাসিক ফি হিসেবে গুনতে হবে ৭ ডলার ৯৯ সেন্ট। ইউটিউব মিউজিক কি সেবার বৈশিষ্ট্য হলো অফলাইনে থেকেও ব্যবহারকারীরা ভিডিও দেখতে পারবেন। এছাড়া অন্যান্য অ্যাপ নিয়ে কাজ করার সময়ও তারা সেবাটি ব্যবহারের সুবিধা পাবেন।

chardike-ad

ইউটিউবের বিবৃতি অনুযায়ী, নতুন সেবাটি শুরুতে প্রতিষ্ঠানটির বিপুলসংখ্যক গ্রাহকের কাছে আমন্ত্রণের মাধ্যমে পৌঁছানো হবে। বিশ্বব্যাপী যেসব ব্যবহারকারী প্রতিষ্ঠানটির এ সেবার প্রাথমিক সংস্করণ পরীক্ষামূলক ব্যবহারের সুযোগ পাবেন, তারা প্রথম ছয় মাস বিনামূল্যে এ সেবা চালিয়ে যেতে পারবেন। এছাড়া ইউটিউব মিউজিক কি সেবার জন্য সাবস্ক্রিপশন করলে গুগল প্লে মিউজিকের সুবিধাও পাওয়া যাবে।

বর্তমানে অনলাইনভিত্তিক বেশির ভাগ প্রতিষ্ঠানের আয়ের মূল ভিত্তি বিজ্ঞাপন প্রচার। বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠানগুলো এখন টেলিভিশনের চেয়ে ইন্টারনেটেই বিজ্ঞাপন প্রচারে বেশি আগ্রহী। আর বিশ্বব্যাপী ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাওয়ার কারণে ইন্টারনেটে বিজ্ঞাপন প্রচারের প্রবণতাও বাড়ছে। ফেসবুকের মতো শীর্ষস্থানীয় সামাজিক যোগাযোগ সাইটের মূল আয়ের সিংহভাগই আসে ইন্টারনেটে বিজ্ঞাপন প্রচার খাত থেকে। তবে এই মুহূর্তে বিজ্ঞাপনমুক্ত সেবা আনার মূল উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি ইউটিউব।

অবশ্য এ খাতটি এখন ভিন্ন ধারায় প্রবাহিত হতে শুরু করেছে। ফেসবুক এরই মধ্যে গ্রাহককে নিজের ইচ্ছামতো বিজ্ঞাপন দেখার সুযোগ করে দিয়েছে। বেশির ভাগ সাইট এখন গ্রাহকের চাহিদাকে প্রাধান্য দিয়ে তাদের প্রয়োজন অনুযায়ী বিজ্ঞাপন প্রচার শুরু করেছে। এ বিজ্ঞাপনগুলো বেশির ভাগ ক্ষেত্রেই গ্রাহকদের কাজে লাগে। কিন্তু কিছু ক্ষেত্রে দেখা যায় বিজ্ঞাপন থেকে গ্রাহকরা পণ্য বা সেবা কিনতে খুব বেশি উদ্বুদ্ধ হচ্ছেন না। এমন অনেক গ্রাহকও রয়েছেন, যাদের জন্য এ ধরনের বিজ্ঞাপনের কোনো মূল্য নেই। এছাড়া একাধিক বিজ্ঞাপনের কারণে অনেক গ্রাহক বিরক্তি প্রকাশ করেন। যেহেতু ইউটিউবের ব্যবসা সম্পূর্ণই গ্রাহকভিত্তিক এবং গ্রাহকদের ইচ্ছাকেই তারা বেশি প্রাধান্য দিয়ে থাকে, তাই প্রতিষ্ঠানটির বিজ্ঞাপনমুক্ত সেবা দ্রুতই জনপ্রিয় হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।