Search
Close this search box.
Search
Close this search box.

ফেসবুকে বিজ্ঞাপন থেকে সাবধান

Facebookফেসবুকের অ্যাডগুলোর মধ্যে কিছু অ্যাড ‘ফেক’ বা নকল! এক সমীক্ষার ফলাফল কিন্তু সেরকমই বলছে।

মাসাবেল নামের এক সংস্থা ১০০০টিরও বেশি ফেসবুক বিজ্ঞাপনের ওপর এই সমীক্ষা করে। সেখানে দেখা গেছে অ্যাডগুলোর মধ্যে কিছু অ্যাড নকল। ফেক অ্যাডগুলোর বেশিরভাগই ফ্যাশন ও ল্যাক্সারির ওপর।

chardike-ad

শুধু তাই নয়, বিজ্ঞাপনগুলো দেখে সেটি কিনতে চাইলেই চাওয়া হবে আপনার ক্রেডিট কার্ড নম্বর। ওঁত পেতে রয়েছে হ্যাকাররা। হাতাতে পারে আপনার টাকা।

এভাবেই এই ফেক অ্যাডগুলো কাজ করছে বলে জানিয়েছে সমীক্ষাকারী সংস্থাটি।