Search
Close this search box.
Search
Close this search box.

ছাঁটাই আতঙ্কে স্যামসাং কর্মীরা

বার্ষিক রদবদলের সময় ঘনিয়ে আসায় ছাঁটাই আতঙ্ক বিরাজ করছে দক্ষিণ কোরিয়াভিত্তিক ইলেকট্রনিক পণ্য নির্মাতা কোম্পানি স্যামসাংয়ের কর্মীদের মধ্যে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মোবাইল ডিভাইস খাতে পরিচালন ব্যয় বৃদ্ধি এবং প্রত্যাশিত মুনাফা অর্জনে ব্যর্থ হওয়ায় মোবাইল বিভাগের কর্মী স্যামসাং কমিয়ে আনতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সম্প্রতি প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, প্রতিষ্ঠানটির আয়ের পরিমাণ তিন বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। খবর রয়টার্স।

samsung-sm20130911094913জানা যায়, ডিসেম্বরের শুরুতেই গতানুগতিক ব্যবসা পরিকল্পনার অংশ হিসেবে মোবাইল ডিভাইস ব্যবসাকে পুনরুজ্জীবিত করতে শীর্ষ পর্যায়ের পদগুলোয় বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দেবে স্যামসাং। তবে কর্মী ছাঁটাইয়ের বিষয়ে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

chardike-ad

ক্রমবর্ধমান স্মার্টফোন বাজারে চীনভিত্তিক ডিভাইস নির্মাতা প্রতিষ্ঠানগুলোর তুলনামূলক কম দামের পণ্যের কারণে সংশ্লিষ্ট খাতে নিজেদের অবস্থান ধরে রাখতে হিমশিম খাচ্ছে স্যামসাং। তাই কর্মী ছাঁটাইয়ের মাধ্যমে পরিচালন ব্যয় কমিয়ে আনতে পারে প্রতিষ্ঠানটি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সূত্রঃ বণিকবার্তা