Search
Close this search box.
Search
Close this search box.

ফেসবুকে নিজের পোস্টকে জনপ্রিয় করার উপায়

facebook

chardike-ad

ফেসবুকে প্রোফাইল পিকচার পাল্টেছেন ঘণ্টাখানকে হয়ে গিয়েছে, অথচ লাইক-কমেন্টস-এর সংখ্যা তলানিতে। কী করে নিজের পোস্টকে সোশ্যাল সাইটে জনপ্রিয় করবেন? তার উপায় নিয়ে এসেছে ‘প্লেগ’। এটি একটি অ্যাপস। যে অ্যাপস আপনার পোস্টকে সোশ্যাল সাইটে ভাইরাল করার ক্ষমতা দেবে আপনাকে।

কী করতে হবে?

এই অ্যাপসটি ডাউনলোড করার পর আপনার দ্বারা নির্বাচিত চার বন্ধুর প্রোফাইল ওয়াল-এ আপনার পোস্টকে সবার উপরে জায়গা করে দেবে। পোস্টের পাশে লেখা থাকবে, এই পোস্টটি শেয়ার করুন। আপনার বন্ধুরা চাইলে এক ক্লিকে সেই পোস্ট শেয়ার হয়ে যাবে অন্যান্য বন্ধুদের ওয়ালেও।

নিউজউইক জানাচ্ছে, আপনার পোস্টকে কাস্টমাইজড করে বন্ধুদের প্রোফাইলে বারবার হিট করাবে ‘প্লেগ’। প্লেগ-এর জনক ল্যা জুডিন বলেন, আমরা চেষ্টা করছি যাতে এই অ্যাপসকে ইন্টারনেট ছাড়াও ব্যবহার করা যায়।