Search
Close this search box.
Search
Close this search box.

যু্ক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ৭ কোটি ডলার মুনাফা বাঙালি ছাত্রের

mohammed_islamমার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের এক বাঙালি ছাত্র স্কুলে টিফিনের বিরতির ফাঁকে শেয়ারের ব্যবসা করে সাত কোটি ২০ লাখ ডলার আয় করেছে।

নিউ ইয়র্ক ম্যাগাজিনের এক খবরে বলা হয়েছে, ১৭ বছর বয়সী মো. ইসলাম তার মুনাফার একটি অংশ দিয়ে একটি বিলাসবহুল বিএমডাব্লিউ গাড়ি কিনেছেন, যদিও গাড়ি চালানোর বয়স তার এখনো হয়নি।

chardike-ad

তবে এই বিপুল মুনাফা সম্পর্কে সে নিজে মুখ খোলেনি।

শুধু নিউ ইয়র্ক ম্যাগাজিনকে এটুকুই বলেছেন তার আয় অংকে আট ডিজিট সংখ্যারও বেশি।

খবরে বলা হয়েছে, নিউ ইয়র্কের কুইন্স এলাকার বাসিন্দা মো: ইসলাম স্থানীয় স্টাইভেসান্ট হাইস্কুলের সিনিয়ার গ্রেডের ছাত্র।

তার মা-বাবা বাংলাভাষী এবং দক্ষিণ এশিয়া থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন করেছে বলে ঐ ম্যাগাজিনের খবরে বলা হয়েছে।

এই বিপুল অর্থ মুনাফা করার পর সে একটি দামী ফ্ল্যাটও ভাড়া করেছে।

কিন্তু তার মা-বাবা এখুনি তাকে একা ছাড়তে নারাজ।

সূত্র: বিবিসি