Search
Close this search box.
Search
Close this search box.

সিউলের ট্যাক্সিতে চালকদের জন্য ‘সুরক্ষা পর্দা’

seoul_taxi_protection_screen (Custom)সিউলের রাজপথে চলাচল করা ট্যাক্সিগুলোতে এবার চালকদের নিরাপত্তার জন্য বসানো হচ্ছে বিশেষ ধরণের প্রতিরক্ষা পর্দা। প্রাথমিকভাবে মহিলারা চালান এমন ৩৫টি ট্যাক্সিতে ওই পর্দা দেয়া হয়েছে। ইতিবাচক সাড়ার ভিত্তিতে আসছে বছরে পর্যায়ক্রমে রাজধানীর সকল ট্যাক্সিতেই এই সুরক্ষা পর্দা দেখা যাবে।

চালকের আসনের উভয় পাশে ও পিছনে বসানো পলিকার্বনেটের তৈরি এসব পর্দা হাতুড়ির আঘাত পর্যন্ত ঠেকাতে সক্ষম। একেকটি পর্দার জন্য ব্যয় হচ্ছে ২ লাখ ৫০ হাজার উওন। খরচের অর্ধেক নগর সরকারের তরফে বহন করা হবে।

chardike-ad