Search
Close this search box.
Search
Close this search box.

প্যারিসে পত্রিকা অফিসে আক্রমণকারীদের সনাক্ত

PARIS Jফ্রান্সের প্যারিসে রম্য ম্যাগাজিন শার্লি হেবদোর কার্যালয়ে হামলায় ১২ জন নিহত হওয়ার পর পুলিশের বরাত দিয়ে ফ্রান্সের সংবাদমাধ্যমগুলো সন্দেহভাজন তিনজন হামলাকারীর পরিচয় জানিয়েছে।

তিনজনের মধ্যে দুইজন ভাই যারা ইসলামি চরমপন্থি বলে ধারণা করা হচ্ছে। অপরজনের নামে ইরাকে জিহাদি পাঠানোর দায়ে আগেই থেকেই অভিযোগ রয়েছে।

chardike-ad

নিহত ওই ১২ জনের মধ্যে ম্যাগাজিনটির সম্পাদক ও নামকরা তিনজন কার্টুনিস্ট ছিলেন।

ইসলামের নবী মোহাম্মদের কাটুন প্রকাশ করায় এর আগেও শার্লি হেবদো পত্রিকাটি মুসলমানদের রোষানলে পড়েছিল।

ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাসোয়াঁ ওলাদ এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন এই হামলা বাক স্বাধীনতা ও ফ্রান্সের মূল চেতনার ওপর আঘাত।

তিনি বৃহস্পতিবার জাতীয় শোক দিবস ঘোষণা করেছেন।

এই হামলার পর ফ্রান্স জুড়ে হাজার হাজার মানুষ মোমবাতি জ্বালিয়ে এর প্রতিবাদ জানিয়েছেন।সূত্র: বিবিসি।