Search
Close this search box.
Search
Close this search box.

অবরোধ বন্ধে আইন করুন : সুরঞ্জিত

suronjit-senঅবরোধ কর্মসূচি বন্ধ করতে সরকারের প্রতি আহবান জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। শুক্রবার বেলা ১২টায় রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ দাবি জানান।

সুরঞ্জিত বলেন, অবরোধ রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার সামিল। অবরোধ যারা দেয় আর যারা পালন করে উভয়কে কঠোর শাস্তির বিধান রেখে আইন করতে হবে। এ সময় তিনি অবিলম্বে এই আন্দোলনকে অসাংবিধানিক, অগণতান্ত্রিক ও বেআইনি ঘোষণার জন্য সরকারের প্রতি আহ্বানও জানান।
বঙ্গবন্ধু একাডেমির আয়োজনে অনুষ্ঠিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন ড. খন্দকার এমদাদুল হক সেলিম ভূইয়া।

chardike-ad

অবরোধ গণতান্ত্রিক অধিকারের সব সীমা অতিক্রম করেছে মন্তব্য করে সুরঞ্জিত বলেন, “অবরোধ কর্মসূচি রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল। এটা চলতে দেওয়া যায় না।

আমাদের অর্থনৈতিক অধিকার ও ধর্মীয় স্বাধীনতাকে অক্ষুন্ন রাখার জন্য আইনগতভাবে কার্যকর ব্যবস্থা নেওয়ার সময় এসেছে। মিঠা মিঠা কথা বলে মিঠা মিঠা কার্যকর করলে চলবে না।