Search
Close this search box.
Search
Close this search box.

‘পরমাণু বোমা ছোট করবে উত্তর কোরিয়া’

Flag-map_of_North_Koreaপরমাণু বোমাকে ছোট আকারে রূপান্তরের উল্লেখযোগ্য প্রযুক্তি হস্তগত করেছে উত্তর কোরিয়া। ফলে দেশটির পক্ষে পরমাণু বোমাকে ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের মাথায় স’াপন করা সম্ভব হবে বলে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে। খবর সিউল টুডে।

সিউলের প্রতিরক্ষা দফতরের দ্বিবার্ষিক প্রতিবেদন মঙ্গলবার প্রকাশিত হয়েছে এবং এতে বলা হয়েছে, পরমাণু বোমাকে ছোট আকারে রূপান্তরের উত্তর কোরিয়ার সক্ষমতা উল্লেখযোগ্য পর্যায়ে পৌঁছেছে। এতে আরো বলা হয়েছে, ব্যবহৃত পরমাণু জ্বালানি দণ্ড বা ফুয়েল রড একাধিকবার পুনপ্রক্রিয়া করে প্রায় ৪০ কিলোগ্রাম বোমা তৈরির উপযোগী প্লুটোনিয়াম তৈরি করেছে উত্তর কোরিয়া। এ ছাড়া পিয়ংইয়ংয়ের ইউরেনিয়াম উচ্চমাত্রায় সমৃদ্ধকরার কর্মসূচি আছে বলেও এতে দাবি করা হয়েছে।

chardike-ad