Search
Close this search box.
Search
Close this search box.

ইজতেমা মাঠে ১২১ জোড়া যৌতুকবিহীন বিয়ে

marriedইজতেমার দ্বিতীয় দিন শনিবার বাদ আছর বয়ান মঞ্চের পাশেই বসে যৌতুকবিহীন বিয়ের আসর বসে। এবারের ইজতেমার প্রথম পর্বে ১২১ জোড়া বর-কনের বিয়ে সম্পন্ন হয়েছে। জানিয়েছেন ইজতেমা মাঠের মুরব্বি প্রকৌশলী গিয়াস উদ্দিন আহমদ।

তিনি জানান, কনের সম্মতিতে ও তার অনুপস্থিতিতে এবং বর ও কনে পক্ষের লোকজনের উপস্থিতিতে ওই বিয়ে সম্পন্ন হয়। শনিবার আছরের নামাযের আগ পর্যন্ত অভিভাবকরা দম্পতিদের নাম তালিকাভুক্ত করান। ভারতের মাওলানা মুহাম্মদ জোয়াহের যৌতুকবিহীন বিয়ে পড়ান।

chardike-ad

জানা গেছে, বিয়েতে মোহরানা ধার্য করা হয় ‘মোহর ফাতেমী’র নিয়মানুযায়ী। এ নিয়ম অনুযায়ী মোহরানার পরিমান ধরা হয় দেড়শ’ তোলা রুপা বা উহার সমমূল্য অর্থ। বিয়ের পর বয়ান মঞ্চ থেকেই মোনাজাতের মাধ্যমে নব দম্পতিদের সুখ-সমৃদ্ধিময় জীবন কামনা করা হয় এবং মঞ্চের আশপাশের মুসুল্লিদের মাঝে খুরমা খেজুর বিতরণ করা হয়।