Search
Close this search box.
Search
Close this search box.

কোরিয়ার ৮৭ বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশী ছাত্রছাত্রী

UNI LOGOকোরিয়ার ৮৭টি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে বাংলাদেশী ছাত্রছাত্রীরা। এসব বিশ্ববিদ্যালয়ে ৪৭২জন বাংলাদেশী শিক্ষার্থী আন্ডারগ্রাজুয়েট, মাস্টার্স এবং পিএইচডিতে অধ্যয়ন করছেন। কোরিয়ার শিক্ষা মন্ত্রণালয়ের ২০১৪ সালের শিক্ষা রিপোর্ট থেকে এসব তথ্য জানা যায়।

দক্ষিণ কোরিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতে দীর্ঘদিন ধরে সুনামের সাথে অধ্যয়ন করছে বাংলাদেশী শিক্ষার্থীরা। কোরিয়াতে সবচেয়ে বেশি বাংলাদেশীর শিক্ষার্থী অধ্যয়ন করছে করছে এমন পাঁচ বিশ্ববিদ্যালয় হলো খিয়ংপুক ন্যাশনাল ইউনিভার্সিটি (২৬), জনবুক ন্যাশনাল ইউনিভার্সিটি (২৫), উলসান ইউনিভার্সিটি (২৩), খিয়ংহি ইউনিভার্সিটি (২২) এবং ইনহা ইউনিভার্সিটি (১৭)।

chardike-ad

এছাড়া কাইস্ট (১৬), সিউল ন্যাশনাল ইউনিভার্সিটি (১৫), ইয়ংনাম ইউনিভার্সিটি, বুসান ন্যাশনাল ইউনিভার্সিটি (১৩), খুকমিন ইউনিভার্সিটি, দোংগুক ইউনিভার্সিটি(১৩), হানকুক ইউনিভার্সিটি অব ফরেন স্টাডিজ (১৩) এবং কোরিয়া ইন্সটিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজিতে (কিস্ট নামে পরিচিত, ১৩) বাংলাদেশী শিক্ষার্থীদের পদচারণা উল্লেখযোগ্য।