শুক্রবার । ডিসেম্বর ১৯, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিজনেস ১৮ জানুয়ারী ২০১৫, ৫:০১ অপরাহ্ন
শেয়ার

উঠে যাবে ১ ও ২ টাকা, পাঁচ টাকাই হবে সর্বনিম্ন মুদ্রা


coinsএক ও দুই টাকা মূল্যমানের মুদ্রা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। সেক্ষেত্রে পাঁচ টাকার মুদ্রাই সর্বনিম্ন মূল্যমানের মুদ্রা হিসেবে বাজারে থাকবে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত রোববার সচিবালয়ে এক বৈঠকের পর সাংবাদিকদের একথা জানিয়েছেন। তবে কবে নাগাদ এক ও দুই টাকার মুদ্রা তুলে নেওয়া হবে, তা জানাননি তিনি।

অর্থমন্ত্রী বলেন, “ধীরে ধীরে এক-দুই টাকার মুদ্রা তুলে নেওয়া হবে। পাঁচ টাকাই হবে সর্বনিম্ন মুদ্রা।”

বাংলাদেশে বর্তমানে এক থেকে শুরু করে ১ হাজার টাকা মূল্যমানের মুদ্রা রয়েছে। এর মধ্যে এক ও দুই টাকার মুদ্রা বের করে অর্থ মন্ত্রণালয়। পাঁচ টাকা থেকে শুরু করে অন্য সব নোট বের করে বাংলাদেশ ব্যাংক।

এখন অর্থ মন্ত্রণালয় মুদ্রা বের করার কাজ থেকে সরে আসতে চাইছে।

এর কারণ ব্যাখ্যা করে অর্থমন্ত্রী বলেন, বর্তমানে মুদ্রার বাজারে এক ‍ও দুই টাকার মুদ্রার সংখ্যা খুবই কমে এসেছে। এর আবেদন ধীরে ধীরে আরও ফুরিয়ে যাবে।

বর্তমানে এক টাকার ধাতব মুদ্রা রয়েছে বাজারে, দুই টাকার ধাতব মুদ্রা ও কাগজের নোট দুটোই বাজারে প্রচলিত।

পাঁচ টাকার ধাতব মুদ্রা ও নোট উভয়ই রয়েছে। ১০, ২০, ৫০, ১০০, ৫০০ ও ১০০০ টাকার রয়েছে শুধু কাগজের নোট। বিডিনিউজ২৪.কম।