কোরিয়া ট্রেন এক্সপ্রেসের (কেটিএক্স) দ্রুতগতির রেল পরিবহণে সিউল থেকে জলা প্রদেশের বড় শহরগুলো ঘুরে ফিরে আসা যাবে দিনের অর্ধেকেরও কম সময়ের মধ্যে। সম্প্রসারিত সিউল-খোয়াংজু ট্রেন নেটওয়ার্ক এটি সম্ভব হবে যা আগামী মার্চের শেষ নাগাদ চালু হওয়ার কথা রয়েছে।

2015011601030_0 (Custom)নতুন এ লাইনে ট্রেন চলাচল শুরু হলে সিউল থেকে খোয়াংজুর যাত্রাকাল এক ঘণ্টারও বেশী সময় কমিয়ে ১ ঘণ্টা ৩৩ মিনিটে নামিয়ে আনবে।

chardike-ad

যাত্রাপথে পুরনো রেললাইনে বিরতি দেয়ার কারনে এতদিন সিউল থেকে খোয়াংজু পর্যন্ত ট্রেনসেবাটি সর্বোচ্চ গতিতে চলাচল করতে পারতো না। উত্তর ছুংছং প্রদেশের ওসং ও খোয়াংজুর সংজংকে যুক্ত করা ১৮২.৩ মিটারের নতুন লাইনটি ব্যবহারে যাত্রার সময় বাঁচবে ৬৬ মিনিট।

এছাড়া মকপো থেকে সিউল পৌঁছানো যাবে ২ ঘণ্টা ৫ মিনিটে, খোয়াংজু থেকে ইনচন আন্তর্জাতিক বিমানবন্দরে যেতে সময় লাগবে ২ ঘণ্টা ৯ মিনিট।

তবে বেঁচে যাওয়া সময়ের জন্য গুণতে হবে মোটা অংকের ভাড়া। সিউল থেকে খোয়াংজুর বর্তমান ৩৮ হাজার উওন ভাড়া বৃদ্ধি পেয়ে হবে ৪৭ হাজার উওন।