Search
Close this search box.
Search
Close this search box.

ধর্ম বিশ্বাসীর সংখ্যা কমছে দক্ষিণ কোরিয়ায়

অনলাইন প্রতিবেদক, ৩ ফেব্রুয়ারী, ২০১৩, সিউলঃ
দক্ষিণ কোরিয়ায় ধর্মাবলম্বীদের সংখ্যা গত আট বছরে প্রায় ১.৯ শতাংশ কমেছে। গ্লোবাল রিসার্চ নামক স্থানীয় একটি প্রতিষ্ঠানের চালানো জনমত জরিপে এমন তথ্যই বেরিয়ে এসছে। জরিপের উদ্যোক্তা কোরিয়ায় খ্রিস্টান ধর্মযাজকদের জাতীয় সমিতি জানায় তাঁদের প্রায় তিন দশকের অভিজ্ঞতায় এ ধরণের ফলাফল নজিরবিহীন।

উনিশ বছর বা তদূর্ধ্ব বয়সী ৫,১৪০ জন দক্ষিণ কোরীয়র উপর চালানো জরিপে কোন নির্দিষ্ট ধর্মের অনুসারী পাওয়া গেছে ৫৫.১ শতাংশ যা ২০০৪ সালের তুলনায় প্রায় ১.৯ শতাংশ কম। জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে সর্বাধিক ২২.৫ শতাংশ প্রটেস্ট্যান্ট খ্রিষ্টানের বিপরীতে ২২.১ ও ১০.১ শতাংশ নিজেদের  যথাক্রমে বৌদ্ধ ও ক্যাথলিক মতাদর্শের পরিচয় দেন। ২০ বছর বয়সীদের মাত্র ৩৯ শতাংশ ধর্ম বিশ্বাস করেন বলে জানান। যাজক সমিতির ভাষ্যমতে ১৯৮৪ এ ধরনের প্রথম জরিপে তাঁরা বিভিন্ন ধর্মমতে বিশ্বাসী পেয়েছিলেন ৪৩.৮ শতাংশ যা পরবর্তী বিশ বছরে ধারাবাহিকভাবে বৃদ্ধি পেয়ে সর্বশেষ ২০০৫ সালে ৫৭ শতাংশে উন্নীত হয়।

chardike-ad

বিশেষজ্ঞরা বলছেন, সাম্প্রতিক বছরগুলোতে ধর্মীয় নেতাদের বিরুদ্ধে ওঠা বিভিন্ন ধরণের অভিযোগ সাধারণ মানুষের মাঝে বেশ প্রভাব ফেলছে। গত বছর এক দল বৌদ্ধ ভিক্ষুর জুয়া কেলেঙ্কারিতে জড়িয়ে পড়া; গির্জাগুলোতে অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতি ধর্মীয় মূল্যবোধসমূহের কার্যকারিতাকে প্রশ্নবিদ্ধ করছে। এছাড়া অতিরিক্ত রক্ষণশীলতা, বিভিন্ন ধর্মের নীতি, আদর্শে পার্থক্য এবং দেশীয় ঐতিহ্য ও প্রচলিত প্রথাসমূহের সাথে ধর্মমতগুলোর সংঘর্ষ অবিশ্বাসীর সংখ্যা বাড়াচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।