Search
Close this search box.
Search
Close this search box.

সশস্ত্র বাহিনী নিয়ে তথ্য পরিবেশনে সতর্কতার অনুরোধ

armyসশস্ত্র বাহিনী নিয়ে যেকোনো ধরণের তথ্য প্রকাশে সতর্কতা অবলম্বনের অনুরোধ জানানো হয়েছে। রোববার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক মোহাম্মদ রেজা-উল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ইদানিং কোনো কোনো মাধ্যমে সশস্ত্র বাহিনীকে নিয়ে অনুমান নির্ভর,মনগড়া তথ্য,মন্তব্য পরিবেশিত হচ্ছে। এ ধরণের অনুমান নির্ভর,মনগড়া তথ্য, মন্তব্য পরিবেশন অনাকাঙ্খিত, যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে।

chardike-ad

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সশস্ত্র বাহিনী একটি দেশপ্রেমিক সংগঠন, যা সংবিধান ও দেশের আইন-কানুনের প্রতি শ্রদ্ধাশীল। এমতাবস্থায় সশস্ত্র বাহিনী সংক্রান্ত যেকোনো মন্তব্য ও তথ্য পরিবেশনের আগে যথেষ্ট সতর্কতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হলো।