Search
Close this search box.
Search
Close this search box.

মঙ্গল, চাঁদ, শুক্রের বিরল অবস্থান, ‘মহাধ্বংসের’ ইঙ্গিত!

destroyমহাজগত নিয়ে যতই মানুষ গবেষণা চালিয়ে যাক, সুবিশাল এই মহাবিশ্বের রহস্য বড়ই জটিল। সেই সব রহস্যের কিনারা করার চেষ্টা বছরের পর বছর ধরে চালিয়ে যাচ্ছেন বিজ্ঞানীরা। মহাজাগতিক খেলার কিছু বিরল দৃশ্য ক্কচিত্‍ চাক্ষুষ করার সুযোগ পায় বিশ্বের মানুষ।

কয়েক দিনের মধ্যে সেই রকমই এক অত্যাশ্চর্য ঘটনার সাক্ষী থাকতে চলেছে বিশ্ববাসী। সবচেয়ে কাছাকাছি চলে আসছে মঙ্গল, শুক্র ও চাঁদ। কাছাকাছি এসে তিনটি গ্রহ ও উপগ্রহ এমন একটি অবস্থান তৈরি করবে, যেন মনে হবে একটি তারা বা কোনও শক্তিশালী বিস্ফোরণে আলোর বিচ্ছুরণ। শনিবার রাত থেকেই এই বিরল মহাজাগতিক ঘটনা দেখতে পাবে পৃথিবীবাসী। ইতিমধ্যেই মঙ্গল, শুক্র ও চাঁদ কাছাকাছি চলে এসেছে। বিজ্ঞানীরা জানাচ্ছেন, আকাশে এহেন ‘লাইট-শো’ আগে কখনও দেখেনি বিশ্ব। শুক্রের শ্বেতশুভ্র আলো, লাল গ্রহের লাল আলো ও চাঁদের স্নিগ্ধ হলুদ আলোয় এক অপরূপ দৃশ্য তৈরি হবে। অনেকটা শক্তিশালী বোমা বা আগ্নেয়গিরির বিস্ফোরণের আলোর মতো।

chardike-ad

খ্রিস্টধর্মের মানুষরা অনেকেই এই বিরল ঘটনাকে যীশুর পুনরাগমন বলেই মনে করছেন। অনেকের আবার আশঙ্কা পৃথিবীর ধ্বংস আসন্ন। তারই সঙ্কেত এই ঘটনা।