Search
Close this search box.
Search
Close this search box.

নিউজিল্যান্ডের পাঁচে পাঁচ

newzealandঅপ্রতিরোধ্য গতিতেই এগুচ্ছে নিউজিল্যান্ড। বিশ্বকাপে এখনও কিউইরা অপরাজিত রয়েছে। নেপিয়ারে রোববার র্দুবল আফগানিস্তানকে ৬ উইকেটে পরাজিত করেছে নিউজিল্যান্ড। এর ফলে পাঁচ ম্যাচ খেলে সবকটিই জিতলো ব্রেন্ডন ম্যাককালামের দল।

প্রথমে ব্যাট করে ৪৭.৪ ওভারে ১৮৬ রানে অলআউট হয় আফগানিস্তান। জবাবে ৩৬.১ ওভারে ৪ উইকেটে ১৮৮ রান তুলে ম্যাচ জিতে নেয় নিউজিল্যান্ড। ৮৩ বল আগে পাওয়া কিউইদের জয়ে অভিজ্ঞ স্পিনার ড্যানিয়েল ভেট্টোরি ম্যাচ সেরা হন।

chardike-ad

১৮৭ রানের টার্গেটে খেলতে নেমে ইনিংসের শুরুতেই ব্যাট হাতে ঝড় তোলেন নিউজিল্যান্ড অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। বরাবরের মতোই আক্রমণাত্মক ব্যাটিং করেন তিনি। মোহাম্মদ নবীর শিকার হওয়ার আগে ১৯ বলে ৪২ রান (৬ চার, ১ ছয়) করেন ম্যাককালাম। স্কোরবোর্ডে তখন ৫৩ রান। গাপটিল- কেন উইলিয়ামসনও দ্বিতীয় উইকেট জুটিতে ৫৮ রান যোগ করে। উইলিয়ামসন ৩৩ রান করেই ফিরে যান। হাফ সেঞ্চুরি করলেও বেশি দূর যেতে পারেননি ওপেনার গাপটিল। তিনি ৫৭ রান করে রানআউট হন।
শেষদিকে ১৯ রান করে গ্র্যান্ট এলিয়টও ফিরে যান রান আউট হয়ে। তবে রস টেলর ও কোরি অ্যান্ডারসন দলের জয় নিশ্চিত করেই মাঠ ছেড়েছেন। রস টেলর ২৪, কোরি অ্যান্ডারসন ৭ রানে অপরাজিত ছিলেন।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে আফগানদের শুরুটা ভালো হয়নি। ৬ রানে ২ উইকেট হারিয়ে বসে দলটি। নিয়মিত বিরতিতে উইকেট হারায় তারা। এক পর্যায়ে ৫৯ রানে তাদের ৬ ব্যাটসম্যান প্যাভিলিয়নে ফিরেন। তবে সপ্তম উইকেটে প্রতিরোধ গড়েন সামিউল্লাহ শেনওয়ারি ও নাজিবউল্লাহ জাদরান। তারা ৮৬ রানের জুটি গড়েন। যা আফগানিস্তানকে সম্মানজনক স্কোর গড়তে সাহায্য করে। তাদের জুটি বিচ্ছিন্ন হওয়ার পর আবার দ্রুতই শেষ হয় আফগানদের ইনিংস।

নওরোজ মঙ্গল ২৭, সামিউল্লাহ শেনওয়ারি ৫৪, নাজিবউল্লাহ জাদরান ৫৬ ও হামিদ হাসান ১৬ রান করেন। নিউজিল্যান্ডের ভেট্টোরি ৪টি, বোল্ট ৩টি, কোরি অ্যান্ডারসন ২টি করে উইকেট নেন।  নতুনবার্তা।