Search
Close this search box.
Search
Close this search box.

ভারতে অভিনব প্রতিবাদ!

protest-indiaপ্রতিবাদে নতুন মাত্রা যোগ করলেন ভারতের ঝাড়খণ্ডের আদিবাসীরা। সরকারি দফতরের সামনে পরিকল্পিত মলত্যাগ করে জমি অধিগ্রহণ আইনের বিরোধিতা করেন তারা।

নরেন্দ্র মোদি সরকারের সদ্য পেশ করা জমি অধিগ্রহণ আইনের খসড়ার প্রতিবাদ করতে গিয়ে এমন অভিনব কৌশল প্রয়োগ করতে পারেননি বিরোধী কোনো নেতাই।

chardike-ad

রোববার লাতেহারের বারওয়াডিহ ব্লক অফিসের সামনে প্রতিবাদের ঐতিহাসিক অধ্যায় রচনা করলেন ৬০ জন আদিবাসী। জমি অধিগ্রহণ আইনের প্রস্তাবিত সংশোধনী তালিকার উপর মলত্যাগ করে তারা কেন্দ্রীয় প্রকল্পের বিরোধিতা করেন।

কিন্তু এত উপায় থাকতে প্রকাশ্যে মলত্যাগ কেন?

প্রতিবাদীরা জানিয়েছেন, জমি অধিগ্রহণ আইনের সমুচিত প্রতিবাদ জানাতেই এই পদক্ষেপ। বড় প্রকল্পের জন্য জমি অধিগ্রহণের ক্ষেত্রে জমি মালিকের অনুমতি উপেক্ষা করার বিধির বিরোধিতা করতে আপাত-অশ্লীল পথ ইচ্ছা করেই বেছে নিয়েছেন তারা। দুর্গন্ধ ছড়িয়ে সেই বার্তা প্রচার করতে চেয়েছেন স্থানীয় গ্রামবাসী।