Search
Close this search box.
Search
Close this search box.

কোরআন পোড়ানোর অভিযোগে আফগান নারীকে হত্যা

afgan-mobকোরআন পোড়ানোর অভিযোগ এনে আফগানিস্তানের রাজধানী কাবুলে এক নারীকে পিটিয়ে হত্যার পর আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। ফারখুন্দা নামে ওই নারীর বাবার দাবি- তার মেয়ে মানসিকভাবে অসুস্থ ছিলেন।

ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে আরও জানিয়েছে, এ ঘটনায় আফগানিস্তানে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

chardike-ad

প্রতিবেদনে জানানো হয়, বৃহস্পতিবার কাবুলে প্রেসিডেন্ট প্রাসাদের অদূরে একটি মসজিদের কাছে একদল উন্মত্ত মানুষ তাকে পিটিয়ে হত্যা করে।

আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাদিক সিদ্দিক জানিয়েছেন, ওই হামলায় জড়িত সন্দেহে ৪ জনকে আটক করেছে পুলিশ। তবে কী কারণে ওই নারীর ওপর হামলা চালানো হয়েছে তা স্পষ্ট নয়। তিনি কোরআন পুড়িয়েছিলেন কি না- তা নিশ্চিত হওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী ও অনলাইনে আপলোড করা ফুটেজ সূত্রে জানা গেছে, একদল ক্ষুব্ধ লোক ওই নারীকে পিটিয়ে হত্যা করার পর একটি নদীর পাড়ে ফেলে রাখে। পরে শতশত লোকের সামনে তার মরদেহে আগুন ধরিয়ে দেওয়া হয়। এসময় প্রত্যক্ষদর্শীদের অনেকেই ‘আল্লাহু আকবর’ বলে চিৎকার করছিলেন।