Search
Close this search box.
Search
Close this search box.

সমুদ্রে নিখোঁজ হওয়ার ৬৬ দিন পর উদ্ধার

Louis-Jordan-2

সমুদ্রে দুই মাসের বেশি সময় নিখোঁজ থাকার পর যুক্তরাষ্ট্রের এক ব্যক্তিকে অলৌকিকভাবে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার একটি জাহাজ তাকে সমুদ্র থেকে উদ্ধার করে এবং হেলিকপ্টারে করে তাকে হাসপাতালে পাঠানো হয়।

chardike-ad

মার্কিন কোস্ট গার্ড জানায়, লুই জর্ডান (৩৭) নামের ওই ব্যক্তি ২৯ জানুয়ারি নিখোঁজ হন।
লুই তার পরিবারের সদস্যদের জানান, তিনি হাত দিয়ে মাছ ধরে খেয়ে ও বৃষ্টির পানি পান করে বেঁচে ছিলেন।

মার্কিন কোস্ট গার্ড এক বিবৃতিতে জানায়, জার্মানির হস্টোন এক্সপ্রেস নামের একটি ট্যাংকার নর্থ ক্যারোলিনা উপকূল থেকে প্রায় দুই শ’ মাইল দূরে তার নৌকাটিকে স্রোতের তোড়ে ভেসে যেতে দেখতে পেয়ে তুলে নেয়। এরপর তাকে নিরাপদে হেলিকপ্টারে করে ভার্জিনিয়ার নরফোকের একটি হাসপাতালে পাঠানো হয়।

তার বাবা ফ্র্যাঙ্ক জর্ডান সিএনএনকে জানান, তার ছেলের নৌকাটি কি কারণে ভেঙ্গে যায় তা জানতে পারেননি।
মার্কিন গণমাধ্যমগুলো জানায়, নৌযানটি ডুবে যায় এবং লুই জর্ডানকে এর খোলে বসা অবস্থায় পাওয়া যায়। তাকে নিরাপদেই উদ্ধার করা হয়।

সূত্র : এএফপি