Search
Close this search box.
Search
Close this search box.

‘আজই সিদ্ধান্ত নিতে হবে কামারুজ্জামানকে ’

kamruzzama

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, জামায়াত নেতা কামারুজ্জামানকে আজই সিদ্ধান্ত নিতে হবে তিনি রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইবেন কি না।

chardike-ad

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কামারুজ্জামানের সঙ্গে কিছু সময়ের মধ্যে জেলা ম্যাজিস্ট্রেট দেখা করবেন। কামারুজ্জামান প্রাণভিক্ষার জন্য আবেদন করলে তা রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে। অন্যথায় রায় দ্রুত কার্যকর করবে সরকার।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, যথাযথভাবেই এ প্রক্রিয়া শেষ হবে। আমাদের মেজিস্ট্রেট তার কাছে যাবে। তার বক্তব্য অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বিচারপতিদের দিকনির্দেশনা অনুসরণ করে কামারুজ্জামানের ফাঁসির রায় কার্যকর করা হবে বলে তিনি জানান।

এর আগে বৃহস্পতিবার কামারুজ্জামানের সঙ্গে কেন্দ্রীয় কারাগারে সাক্ষাৎ করেন অ্যাডভোকেট শিশির মনিরের নেতৃত্বে তার পাঁচ আইনজীবী। সাক্ষাৎ শেষে বেলা ১১টা ৪০ মিনিটে কারাগার থেকে বের হয়ে শিশির মনির সাংবাদিকদের জানান, মুহাম্মদ কামারুজ্জামান প্রাণভিক্ষার সিদ্ধান্ত জানানোর জন্য সময় চেয়েছেন। রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার ব্যাপারে কামারুজ্জামান তাদের কোনো সিদ্ধান্ত দেননি। তবে এ ব্যাপারে আইনে যে বিধিবিধান রয়েছে তা নিয়ে আলোচনা হয়েছে।