Search
Close this search box.
Search
Close this search box.

১৮ পর্বতারোহীর মৃত্যু, আটকে আছেন শতাধিক

nepalশক্তিশালী ভূমিকম্পে নেপালে মৃতের সংখ্যা এখন পর্যন্ত ৮০০ ছাড়িয়ে গেছে। এদিকে দেশটির এভারেস্ট বেসক্যাম্পে বরফধসে ১৮ জনের মৃত্যু হয়েছে। আটকা পড়েছেন আরও শতাধিক পর্বতারোহী। এছাড়া ধসের জেরে কাঠমান্ডুর ধারামিনারে ৫০ জনেরও বেশি মানুষ আটকে পড়েছেন।

নেপালের পোখরার কাছে নামজুংয়ে এই কম্পনের এপিসেন্টার বলে জানা গেছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৯। ভূ-কম্পের প্রভাব ভারতের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলেও ব্যাপক হারে পড়েছে। পাওয়া খবর অনুযায়ী ভারতে প্রাণ হারিয়েছেন ৩৫ জন। এর মধ্যে শুধু বিহারেই ১৫ জন। পশ্চিমবঙ্গে ৩ জন।

chardike-ad

নেপালের প্রায় সব পুরনো বাড়ি বা মন্দিরগুলি এই কম্পনে ভেঙে পড়েছে। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন এ মারাত্মক প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা করতে নেপালকে ভারত সরকার সব ধরনের সহায়তা করবে।

ইতিমধ্যে ভারতীয় নৌসেনার সি-১৩০৬ সুপার হাউকিউলিস এয়ারক্র্যাফট ত্রাণকার্যে কাঠমান্ডুর উদ্দেশে রওনা দিয়েছে। পাঠানো হচ্ছে মেডিকেল টিমও।