Search
Close this search box.
Search
Close this search box.

প্রথম দিন শেষে বাংলাদেশ ২৩৬/৪

Mominul-Haqueখুলনার আবু নাসের স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে ১ম দিনে ৪ উইকেটের বিনিময়ে ২৩৬ রান করে বাংলাদেশ। দিনের শেষ বলে জুলফিকার বাবরের বলে এলবিডব্লিউ এর ফাঁদে পড়ে সাজঘরে ফেরেন মুমিনুল হক (৮০)। এর আগে ইনিংসের ৬৮.১ ওভারে ১০৮ বল খেলে ক্যারিয়ারের ৮ম অর্ধশতক করেন তিনি। ১৯ রানে অপরাজিত থাকেন সাকিব আল হাসান।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম।

chardike-ad

২৭তম ওভারের শেষ বলে দলীয় ৫২ রানে ইয়াসির শাহের বলে আজহার আলীর হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল (২৫)। দলীয় ৯২ রানে ৪০.২ ওভারে মোহাম্মদ হাফিজের বলে তার হাতেই ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন উদ্বোধনী ব্যাটসম্যান ইমরুল কায়েস (৫১)। এর আগে ১২৯ বল খেলে অর্ধশতক করেন এই বামহাতি ব্যাটসম্যান।

দলীয় ১৮৭ রানে ৭৪তম ওভারের শেষ বলে সরফরাজ আহমেদের সহযোগিতায় মাহমুদুল্লাহ রিয়াদকে (৪৯) সাজঘরে ফেরান ওয়াহাব রিয়াজ। এর আগে ৩য় উইকেটে মুমিনুল হকের সঙ্গে ৯৫ রানের জুটি গড়েন মাহমুদুল্লাহ।

বাংলাদেশের হয়ে টেস্ট অভিষেক হচ্ছে সৌম্য সরকার ও মোহাম্মদ শহীদের। প্রথম টেস্টে সাইড বেঞ্চে থাকবেন জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের খেলা জুবায়ের হোসেন ও শফিউল ইসলাম।

অপরদিকে পাকিস্তান টেস্ট দলে অভিষেক হচ্ছে সামি আসলামের। দলে নেই অফস্পিনার সাইদ আজমল।

বাংলাদেশ দল: মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, মাহমুদুল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, সাকিব আল হাসান, শোভাগত হোম, তাইজুল ইসলাম, রুবেল হোসাইন এবং মোহম্মদ শহীদ।

পাকিস্তান দল: মিসবাহ উল হক (অধিনায়ক), মোহাম্মদ হাফিজ, সামি আসলাম, আজহার আলী, ইউনিস খান, আসাদ শফিক, সরফরাজ আহমেদ, ওয়াহাব রিয়াজ, ইয়াসির শাহ, জুনায়েদ খান এবং জুলফিকার বাবর।