Search
Close this search box.
Search
Close this search box.

ফেসবুকে সবচেয়ে বেশি আয় করেন যারা

facebookফেসবুক শুধু সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবেই পছন্দের শীর্ষে নয়, সারা বিশ্বের চাকুরীপ্রার্থীদের কাছেও এটি একটি পছন্দের প্রতিষ্ঠান। আকর্ষণীয় বেতন, বোনাস এবং অন্যান্য সুযোগ সুবিধার কারণেই এটি পছন্দের শীর্ষে আছে।

ফেসবুকে যেসকল পদে কর্মরতরা সবচেয়ে বেশি বেতন পায়, তাদের একটি তালিকা প্রকাশ করেছে বিজনেস ইনসাইডার। সেখানে দেখা গেছে, ইঞ্জিনিয়ারিং ম্যানেজার পদে কর্মরতদের বাৎসরিক আয় গড়ে ১৬৪,৯৯৯ মার্কিন ডলার যা ফেসবুকের মধ্যে সর্বোচ্চ।

chardike-ad

বেতন অনুসারে ফেসবুকের শীর্ষ পদগুলো হল:

১. ইঞ্জিনিয়ারিং ম্যানেজার: ১৬৪,৯৯৯ ডলার
২. সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার: ১৫৯,৫৪৫ ডলার
৩. সফটওয়্যার ইঞ্জিনিয়ার (গ্রেড ৫): ১৫৫,০৭১ ডলার
৪. টেকনিক্যাল প্রোগ্রাম ম্যানেজার: ১৪৯,৫৮১ ডলার
৫. প্রোডাক্ট ম্যানেজার: ১৪৬৪৯০ ডলার
৬. ডেটাবেজ ইঞ্জিনিয়ার: ১৪১,৬৩৫ ডলার
৭. রিসার্চ সায়েন্টিস্ট: ১৩৭,০৩২ ডলার
৮. ডেটা সায়েন্টিস্ট: ১৩৫,৭৬৯ ডলার
৯. সফটওয়্যার ইঞ্জিনিয়ার (গ্রেড ৪): ১৩৫,৫৬১ ডলার
১০. প্রোডাকশন ইঞ্জিনিয়ার: ১৩৩,০৯৭ ডলার
১১. নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার: ১৩২,৩৪১ ডলার
১২. প্রোডাক্ট ডিজাইনার: ১৩২,১৭৪ ডলার
১৩. প্রোডাক্ট মার্কেটিং ম্যানেজার: ১২৬,১৪২ ডলার
১৪. সফটওয়্যার ইঞ্জিনিয়ার: ১২৫,৪৯১ ডলার
১৫. ইউজার ইন্টারফেস ডিজাইনার: ১২২,৪৪১ ডলার

এতো গেলো শীর্ষ ১৫টি পদ। কিন্তু আপনি কি জানেন ফেসবুকের সিইও মার্ক জাকারবার্গের বাৎসরিক বেতন কত? অবাক করার মতো হলেও মাত্র ১ ডলার!

তথ্যসূত্র: বিজনেস ইনসাইডার