Search
Close this search box.
Search
Close this search box.

সাকিব-রিয়াজ দ্বন্দে অপমানিত পাকিস্তানের সাবেকরা

romij-yusuf

খুলনা টেস্টের শেষদিনে উত্তপ্ত বাক্যবিনিময় হয়েছে বাংলাদেশের সাকিব আল হাসান ও পাকিস্তানি পেসার ওয়াহাব রিয়াজের মধ্যে। বাংলাদেশের কোন খেলোয়াড়ের কাছ থেকে এমন দাম্ভিক আচরণ মেনে নিতে পারছেন না পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা।

chardike-ad

পাকিস্তানের একটি টেলিভিশন চ্যানেলে মোহাম্মদ ইউসুফকে এ ব্যাপারে প্রশ্ন করেন উপস্থাপক। অনুষ্ঠানের সঞ্চালক মোহাম্মদ ইউসুফকে জানান যে, রমিজ রাজা নাকি আক্ষেপ করে বলেছেন পাকিস্তানের ক্রিকেটে এমন দিনও চলে এসেছে যে বাংলাদেশের কেউ এমন চোখ গরম করে শাসানোর সাহস পাচ্ছে!

জবাবে ইউসুফ অসহায় কন্ঠে বলেন, ‘হ্যা, এমন দিন যে এসেছে, এর পেছনে কারণও আছে। ওদের ক্রিকেটবোর্ড গত ৫/৬ বছর ধরে সঠিক পরিচর্যা করে এসব আত্মবিশ্বাসী ক্রিকেটারদের গড়ে তুলেছে। আমাদের দল যেখানে ক্রমাগত নিচের দিকে যাচ্ছে, ওদের দল উপরে উঠছে।‘

সাকিব রিয়াজের দ্বন্দ সম্পর্কে ইউসুফ আরও বলেন, ‘এই ঘটনা আমি দেখেছি। এর আগে জীবনে কখনো এমন হয়নি যে বাংলাদেশের কেউ আমাদের সাথে এভাবে কথা বলেছে!’
বাংলাদেশ দল যে এখন পৃথিবীর কাউকেই ছেড়ে কথা বলতে রাজি নয় তা সাকিবের ঐ আচরণেই পরিষ্কার। দিন যে আসলেই বদলাচ্ছে!